ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে

  ২৮ জুলাই, ২০১৭

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

আজ ফাইনালে ওঠার লড়াই

কক্সবাজারে চলছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। যেটার কেতাবি নাম ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)’। এই ক্রিকেট উৎসবে আনন্দটাই মুখ্য, ম্যাচের ফল গৌণ একটা ব্যাপার। তবু প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা ঠিকই আছে। মাঠের বাইরে আনন্দ ভাগাভাগি করে নিলেও বাইশ গজের লড়াইয়ে ঠিকই জয়ের নেশায় মতোয়ারা সাবেক ক্রিকেটাররা।

অংশগ্রহণকারী দলগুলোর চেয়ে একটু ব্যতিক্রম একমি রাজশাহী মাস্টার্স। ঢাকা থেকেই দুদিনের প্রস্তুতি নিয়ে এসেছে কক্সবাজারে। পরশু রাতে হোটেলেও দীর্ঘসময় টিম মিটিং করেছে তারা। বাড়তি পরিশ্রম করার ফলটা হাতেনাতেই পেল রাজশাহী। গ্রুপ (এ) চ্যাম্পিয়ন হয়ে সবার আগে তারাই উঠেছে সেমিফাইনালে। কাল গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ের নি-িদ্র পথে হেঁটেছে খালেদ মাসুদ পাইলটের দল। রাজশাহীর এবারের জয়টি এসেছে ৮ উইকেটে; নেশনস ঢাকা মেট্রোর বিপক্ষে। কাল ঢাকা মেট্রোর ছুড়ে দেওয়া ১২৬ রানের কঠিন চ্যালেঞ্জটা ১৪ ওভারে জয় করেছেন পাইলটরা। আজ সকালে সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহীর প্রতিপক্ষ খুলনা। বিকেলে ফাইনালে ওঠার অন্য লড়াইয়ে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও অল স্টার্স মাস্টার্স। দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ঢাকা মেট্রো। তবে প্রথম ম্যাচে জিতেও রানরেটের মারপ্যাঁচে ঢাকা মেট্রোর ভাগ্য বরণ করতে হয়েছে চিটাগং মাস্টার্সকে।

কাল সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ফয়সাল হোসেন ডিকেন্সের ঝড়ো হাফসেঞ্চুরি (৩০ বলে ৫৯*) ও আনিসুর রহমান সঞ্জয়ের (২৮) ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানের লড়াকু সংগ্রহ তুলেছিল ঢাকা মেট্রো। কিন্তু শক্তিশালী পুঁজিটা আগলে রাখতে ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি খালেদ মাহমুদ সুজনের দল।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ডিকেন্সের ঝড়ের জবাবটা টর্নেডো ইনিংসে দিয়েছেন রাজশাহীর আব্দুল হান্নান সরকার। ২৮ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। তাদের ব্যাটে চড়ে হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী মাস্টার্স। ব্যাট হাতে দ্যুতি ছড়ানোয় অবধারিতভাবেই ম্যাচসেরা হয়েছেন হান্নান সরকার।

এদিকে প্রথম ম্যাচে চিটাগং মাস্টার্সের কাছে হেরে যাওয়া খুলনা মাস্টার্স ঘুড়ে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। কাল বর্তমান চ্যাম্পিয়নরা ঢাকা বিভাগ মাস্টার্সকে হারিয়েছে ৪ উইকেটে। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হাবিবুল বাশার সুমন (৩৩)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist