খেলা ডেস্ক

  ২৯ মে, ২০১৭

এনরিকেকে বিদায়ী উপহার

আগেই হারিয়েছিল লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ। সামনে ছিল কেবল স্প্যানিশ কাপ। সেই সুযোগ আর হাতছাড়া করলেন না মেসি-নেইমাররা। দারুণ নৈপুণ্যে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে কাতালান ক্লাবটি। এদিন দুর্দান্ত খেলেছেন ছন্দে থাকা লিওনেল মেসি। গোল করলেন ও করালেন। মেসির পাশাপাশি আলো ছড়ালেন নেইমার-আন্দ্রে গোমেজরাও। তাতে প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনালে ওঠা দিপোর্তিভো আলাভেসকে হারিয়ে প্রতিযোগিতায় টানা তৃতীয় শিরোপা জিতল বার্সেলোনা। শনিবার রাতে স্প্যানিশ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল। শিরোপা জিতেই কোচ লুইস এনরিকেকে বিদায় জানালেন মেসি-নেইমাররা। বার্সেলোনার অন্য দুই গোলদাতা নেইমার ও পাকো আলকাসের।

প্রতিযোগিতায় রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা এই নিয়ে মোট ২৯ বার শিরোপা জিতল। বার্সেলোনার কোচ হিসেবে তিন বছরের ক্যারিয়ারে প্রতিবারই স্প্যানিশ কাপের শিরোপা জয়ের কীর্তি গড়লেন এনরিকে।

এদিন অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা; চোট পেয়ে মাঠ ছাড়েন হাভিয়ের মাশ্চেরানো। ২৭ মিনিটে পিছিয়ে পড়তে বসেছিল তারা। পাল্টা আক্রমণে স্প্যানিশ ফরোয়ার্ড ইবাই গোমেসের নিচু শট গোলরক্ষক ইয়াসপার সিলেসেনকে পরাস্ত করলেও পোস্টে লাগলে বেঁচে যায় কাতালান ক্লাবটি। তবে তখনো বাকি ছিল মেসি জাদু। ম্যাচের ৩০ মিনিটে প্রথম লিড নেয় বার্সা। নেইমারের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ৫৪টি গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বার্সেলোনার এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই অসাধারণ এক গোলে স্কোরলাইনে সমতা টানেন থিও হার্নান্দেস। ২৫ গজ দূর থেকে ফরাসি এই ডিফেন্ডারের বিদ্যুৎ গতির বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। বিরতির আগে তিন মিনিট ব্যবধানে আরো দুবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। দুটি গোলেই গুরুত্বপূর্ণ অবদান দলের সেরা খেলোয়াড় মেসির। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটে মেরিস দারুণ কোনাকুনি পাস ধরে আন্দ্রে গোমেজ আড়াআড়ি বল বাড়ান। তা থেকে অনায়াসে দলকে ফের এগিয়ে দেন নেইমার। এই নিয়ে কোপা দেল রেতে টানা তিন ফাইনালে গোল করলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তার গোল হলো ২০টি। পরের গোলটিতেও ছিল মেসির জাদু। বাঁ-দিক থেকে দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনকে কাটিয়ে সামনে ফাঁকায় দাঁড়ানো আলকাসেরকে পাস দেন তিনি। সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে শুরুতে আবারও মেসি জাদু অব্যাহত থাকলেও আর গোল পায়নি কোন দল। এ ম্যাচ দিয়ে বিদায় নিলেন ২০১৪ সালে দায়িত্ব নেওয়া বার্সার কোচ এনরিকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist