ক্রীড়া ডেস্ক

  ২৮ মার্চ, ২০২৪

ফ্রান্স-জার্মানির রাতে হতাশ পর্তুগাল

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমেছিল ফ্রান্স, জার্মানি, পর্তুগালের মতো ইউরোপের প্রথম সারির দলগুলো। ফ্রান্স, জার্মানি জয় নিয়ে মাঠ ছাড়লেও রাতটা ভালো যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সদের। চিলিকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স। জিতলেও ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল ফরাসিরা। অরেঞ্জ বেলোড্রোমে ষষ্ঠ মিনিটে চিলির হয়ে গোল করেন মার্সেলিনো নুনেজ। ১৮ মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফেরান ইউসুফ ফোফানা।

এরপর ফ্রান্সের হয়ে আরো একবার করে জালের দেখা পান কোলো মুয়ানি ও অলিভিয়ের জিরুড। শেষদিকে চিলির হয়ে ব্যবধান কমান দারিও ওসোরিও। চিলিকে হারিয়ে এক ম্যাচ পরই জয়ে ফিরল ফ্রান্স। গত ২৪ জার্মানির কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এ দিন অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জার্মানি। ঘরের মাঠ ফ্রাঙ্কফুর্টে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে জার্মানরা। বেশকিছু সুযোগ নষ্ট করায় জয়ের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ভার্মানের কল্যাণে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৭ মিনিট পর জার্মানিকে ম্যাচে ফেরান ম্যাক্সিমিলিয়ান। ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল। অবশেষে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ব্যবধান ২-১ করেন নিকলাস ফুলক্রগ।

এদিকে স্লোভেনিয়ার মাঠ থেকে ২-০ গোলের পরাজয় নিয়ে ফিরেছে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৭২ মিনিটে অ্যাডাম কেরিনের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৮ মিনিট পর ব্যবধান বাড়ান তিমি ম্যাক্স এলনিক।

এ ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত ২২ মার্চ রোনালদোকে ছাড়াই সুইডেনের বিপক্ষে ৫-২ গোলে জিতেছিল পর্তুগিজরা।

এছাড়া বেলজিয়ামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে ইউরি টিলেমানসের গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। ছয় মিনিট পর স্পট কিক থেকে স্বাগতিকদের ম্যাচে ফেরান ইভান টোনি। ৩৬ মিনিটে ফের বেলজিয়ামকে এগিয়ে নেন টিলেমানস। এ গোলের ওপর দাঁড়িয়ে জয়ের আশায় ছিল অতিথিরা। কিন্তু অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে জুডে বেলিংহাম গোল করলে জয় পাওয়া হয়নি বেলজিয়ামের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close