ক্রীড়া প্রতিবেদক

  ০১ মার্চ, ২০২৪

বিপিএল প্রশ্নে হাথুরুর উল্টো সুর মুশফিকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন ওঠে সবসময়। সম্প্রতি জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে এ টুর্নামেন্টের কিছু খেলোয়াড়ের মান নিয়ে প্রশ্ন তোলেন। বিপিএল দেখার সময় মাঝেমাঝে টিভি বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি। তার এ মন্তব্যের সূত্রে মুশফিকুর রহিম তুলে ধরলেন অর্থনৈতিক বিষয়, জোর দিয়ে বললেন বিপিএলের মান অনেক উঁচুতে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে হাথুরুসিংহে বিপিএল নিয়ে বলেন, ‘আমাদের (বাংলাদেশে) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। একটু অন্যরকম শোনাতে পারে, বিপিএল দেখার সময় আমি মাঝে মাঝে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়।’

এছাড়া একই সময়ে চলা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে একই খেলোয়াড়ের খেলা নিয়েও সমালোচনা করেন হাথুরুসিংহে। একজন খেলোয়াড় আজ এ লিগে তো কাল আরেক লিগে। এমন পরিস্থিতিকে ‘সার্কাস’ বলে মন্তব্য করেন তিনি। গত বুধবার বিপিএলের ফাইনালে ওঠার পর টুর্নামেন্টটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মুশফিকের কাছে যায় এ ব্যাপারে প্রশ্ন। তিনি শুরুতেই তোলে ধরেন খেলোয়াড়দের আর্থিক লাভের বিষয়, ‘সবকিছুর আগে বিপিএল না হলে সত্যি কথা, আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। এটা ভাই আমার পুরো মোদ্দাকথা। বিপিএলে যে পারিশ্রমিক একজন ক্রিকেটার পায়, এটা নিয়েই- জাতীয় দলে কেউ যদি দু-তিন বছর খেলে এবং সর্বোচ্চ পর্যায়ের পারিশ্রমিক হয়, তাহলে হয়তো (ওই পরিমাণ) আয় করতে পারবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট।’

‘তো এটার মান এত খারাপ হবে, এটা কোন দিক দিয়ে আপনি মনে করেন! কোনো ক্রিকেটারই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিক্রীত থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখবে।’ মুশফিকের মতে, উইকেট নিয়ে কিছু কথা থাকলেও বিপিএলের সার্বিক মান অনেক উঁচুতে, ‘এটার মান যদি বলুন, অবশ্যই অনেক উঁচু। হ্যাঁ, এটা বলতে পারেন, অনেক সময় ১-২টা পিচ একটু এদিক-সেদিক হতে পারে, যেকোনো কারণে রান করাটা কঠিন হয়ে যায়। তবে এ বছর আগের চেয়ে অনেক ভালো ছিল পিচ। এজন্য খেলার মানও অনেক বেড়েছে আগের তুলনায়। ‘যারা বলছে (মান খারাপ), তারা কোন মর্মে বলেছেন, তাদেরই জিজ্ঞেস করবেন। তবে আমার কাছে জানতে চাইলে বিপিএলের মান বলুন, সবকিছু উন্নত হচ্ছে।’

বিপিএলে এবার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন মুশফিক। আপাতত শীর্ষে আছেন তামিম ইকবাল। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে। এক প্রশ্নকর্তা সেই সূত্রেই প্রশ্ন করছিলেন। তাকে থামিয়ে মুশফিক পাল্টা প্রশ্ন করেন, ‘রিটায়ার কি করেছিলাম ভাই?’ কিছুক্ষণ মাথা ঝাঁকিয়ে আক্ষেপের স্বরে বলেন, হ্যাঁ, রিটায়ার করেছিলাম।’ এতেই প্রশ্ন রয়ে যায়, তিনি কি তবে জোর করে অবসর নিয়েছিলেন। সংবাদ সম্মেলন শেষে বাইরেও তাই তাকে ঘিরে জমে ভিড়। সেখানে জানতে চাওয়া হয় অবসর নেওয়ায় আক্ষেপ হয় কি না, ‘না, না, অনুশোচনা করি না। অনুশোচনা করার কী আছে?’ পরে যা বলেছেন, তা স্পষ্ট ইঙ্গিত বাধ্য হয়েই অবসর নিতে হয়েছে তাকে, ‘শুধু আমি একটা প্রশ্ন করি, আমি কি টি-টোয়েন্টি অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে। যখন অবসর নিয়েছিলাম, তার আগের এক মাস একটু দেখে নিয়েন। আর কিছু বলার নেই।’

২০২২ এশিয়া কাপে চরম ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান মুশফিক। অবসর বার্তায় লিখছিলেন, ‘টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি, এ দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।’ অবসর নেওয়ার আগে অবশ্য বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি থেকে ১০২টি ম্যাচ খেলেন তিনি। ১০২ ম্যাচে মাত্র ১১৫.০৩ স্ট্রাইক রেট আর স্রেফ ১৯.৪৮ গড়ে করেন ১৫০০ রান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close