ক্রীড়া প্রতিবেদক

  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

লিপু-রাজ-হান্নান ত্রয়ীর নবযাত্রা

জাতীয় দল নির্বাচক প্যানেল পুনর্গঠনে স্ট্যান্ডিং কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজকে দায়িত্ব দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। পরশু তিনি বললেন, নির্বাচক প্যানেলে চমক আছে। হান্নান সরকারের নাম আগে থেকে চাউর হওয়ায় নির্বাচক হিসেবে তার অন্তর্ভুক্তি চমক নয়। আসল চমক লুকিয়ে ছিল প্রধান নির্বাচক পদে। বিসিবি পরিচালনা পর্ষদের নবম সভা শেষে জানা গেল চমকের নাম গাজী আশরাফ হোসেন লিপু।

দেওয়ান শফিউল আরেফিন টুটুলের ঘনিষ্ঠ হওয়ায় ক্রিকেট থেকেই একপ্রকার বিদায় নিতে হয়েছিল যাকে। বিসিবির সাবেক এ পরিচালক প্রধান নির্বাচক হয়ে বোর্ডে ফিরতে পারেন, তা কল্পনাতেও ভাবেননি কেউ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পর্যন্ত বিশ্বাস করতে পারেননি। লিপু বিসিবি ছেড়েছিলেন পরিচালক হিসেবে, ফিরছেন জাতীয় দল নির্বাচক প্যানেলের প্রধান হয়ে। এতদিন যারা দূরে ঠেলে রেখেছিলেন, ভিন্ন ভূমিকায় তারাই কাছে টেনে নিলেন লিপুকে। মিনহাজুল আবেদীন নান্নু-হাবিবুল বাশার যুগের অবসান হলো লিপুর আগমনে।

খেলোয়াড়-সংগঠক দুই ভূমিকাতেই দেশের ক্রিকেটে ছাপ রেখেছেন লিপু। সাবেক জাতীয় দলের অধিনায়ক ছিলেন, ম্যানেজার হিসেবে দল নিয়ে বিদেশে গেছেন। বিসিবিতে বিভিন্ন কমিটির সদস্য সচিব ছিলেন। নির্বাচিত পরিচালক হয়ে কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে নাজমুল হাসান পাপনের কমিটিতে জায়গা হয়নি তার। খালেদ মাহমুদ সুজন নিয়েছেন সে জায়গা। এক যুগ হলো বিসিবিতে নেই তিনি।

বিপিএল, বিসিএল প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লিপু নিজের নতুন ভূমিকা সম্পর্কে বলেন, ‘আমি আনন্দিত, অভিভূত। জাতীয় দল নির্বাচক প্যানেল অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গা। প্রধান নির্বাচকের পদটি আরো গুরুত্বপূর্ণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close