ক্রীড়া ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

নিজের পায়ে কুড়াল মারল জুভেন্টাস

ইতালিয়ান সিরি-এ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দু-দলের ম্যাচ। খুব স্বাভাবিকভাবেই ইন্টার মিলান ও জুভেন্টাসের মহারণ ঘিরে ভক্তদের ওপর চেপেছিল বাড়তি উত্তেজনা। মাঠেও লড়াইটাও হয়েছে দুর্দান্ত। যেখানে নিজের পায়ে কুড়াল মারল জুভেন্টাস। পরশু রাতে তুরিনের বুড়িদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে টেবিলের এক নম্বরে থাকা ইন্টার মিলান জায়ান্টরা।

মিলানের কাছে জুভেন্টাস ম্যাচটা হেরেছে মূলত নিজেদের ভুলেই। সান সিরো স্টেডিয়ামে জয়সূচক গোলটা করতে পারেনি স্বাগতিকদের কোনো ফুটবলার। সফরকারীদের উপহার দেওয়া আত্মঘাতী গোলের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সিমন ইনজাগির ইন্টার মিলান।

এই হারে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল জুভেন্টাস। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই থাকলেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। অন্যদিকে জুভদের হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল ইন্টার মিলান। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এসি মিলান।

ম্যাচে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে ইন্টার মিলান। শুরুতে বেশ কয়েকবার টানা চেষ্টা করেও অতিথিদের গোলমুখ খুলতে পারেনি তারা। অবশেষে ৩৭ মিনিটে জয়সূচক গোলটার দেখা পায় সান সিরোর দলটি। ডানদিক থেকে সতীর্থ কিকোলো বারেল্লার বাড়ানো ক্রসের নাগাল পাননি পাভার্দ ও থুরাম।

দুজনের ব্যর্থতার পর বল জুভেন্টাসের ইতালিয়ান রাইট ব্যাক ফেডেরিকো গাত্তির বুকে লেগে জালে জড়ায়। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি জুভেন্টাস। ইন্টার মিলানও পারেনি ব্যবধানে বাড়াতে।

জুভেন্টাসকে হারিয়ে দারুণ একটা স্মৃতি ফেরাল ইন্টার মিলান। বছরের প্রথম ছয় ম্যাচের ছয়টিতেই জিতল তারা। সবশেষ ২০০৭ সালে এমনটা করেছিল ইন্টার মিলান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close