ক্রীড়া ডেস্ক

  ০৭ জুন, ২০২৩

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সব ছাপিয়ে ‘সবুজ পিচ’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু কেনিংটন ওভালের পিচের একটি ছবি পোস্ট করেছেন দিনেশ কার্তিক। যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা। ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, ডিউক বলে হতে চলা ম্যাচে পেসাররাই ছড়াবেন ত্রাস, করবেন রাজত্ব, চলছে এমন আলোচনাই।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ওভালে সবশেষ ৬ টেস্টে (২০১৬ সাল থেকে) সময় যত গড়ায় প্রতি ইনিংসে রানের পরিমাণ বৃদ্ধি পায়। প্রথম ইনিংসের গড় স্কোর ২৬৯, যা দ্বিতীয় ইনিংসে বেড়ে ২৮০ রানে দাঁড়ায়। তৃতীয় ইনিংসে গড় স্কোর ৩২৬ রানে পৌঁছে যায়। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচটি। ইতিহাসে প্রথমবারের মতো দল দুটি নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে। এ পর্যন্ত ১০৬ বারের দেখায় জয়ের সংখ্যায় এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ৪৪ ম্যাচ জিতে মাঠ ছেড়েছে তারা আর ভারতের ঝুলিতে জয়ের সংখ্যা ৩২টি। অমীমাংসিতভাবে শেষ হয় ২৯টি টেস্ট। ১৯৮৬ সালে মাদ্রাজ (বর্তমান চেন্নাই) টেস্ট হয়েছিল টাই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২০২৩ চক্রে শতকরা ৬৬ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে অজিরা ফাইনালের টিকিট কাটে। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত শতকরা ৫৮ দশমিক ৮০ পয়েন্ট পেয়ে টেবিলের দুই নম্বরে ছিল। ঘরের মাঠে এবছর গাভাস্কার-বোর্ডার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল।

শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সম্মান দিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বলেছেন, ‘গত কয়েক বছর ধরে দলটি দুর্দান্ত ছিল, তারা ফাইনালে স্থান পাওয়ার যোগ্য। এটাই খেলার উত্তেজনা তৈরি করেছে।’ ‘এটি (টেস্ট চ্যাম্পিয়নশিপ) এমন এক ট্রফি যা আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেটে জিততে পারিনি। টেস্ট ক্রিকেট আমার কাছে সবসময় ওপরে স্থান পায়। আমি মনে করি ট্রফি জয় খুব বিশেষ হতে পারে।’

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘নিরপেক্ষ ভেন্যুতে খেলা দুদলের জন্যই ভিন্ন কিছু। কোনো স্থানীয় দর্শকদের সমর্থন নেই। যদিও মনে করি আমরা যেখানেই খেলি, সেখানে সাধারণত একটু বেশি সমর্থন পাই।’ ‘এটি কেবল দুই বা তিন বছরের প্রতিদ্বন্দ্বিতা নয়। দুই দলের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের পেছনে লম্বা ইতিহাস রয়েছে। ব্যাপারটা উত্তেজনাপূর্ণ করে তোলে। শুধু খেলোয়াড়দের জন্য নয়, যারা বিশ্বের সব অংশ থেকে দেখছেন তাদের জন্যও।’

বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম টেস্ট ভেন্যু ওভাল। ১০৪ টেস্ট ম্যাচের সাক্ষী হওয়া মাঠে দলীয় সর্বোচ্চ স্কোর ইংল্যান্ডের। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা ৭ উইকেটে ৯০৩ রান করে ইনিংস ঘোষণা দিয়েছিল। টেস্টে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক দলীয় স্কোর হিসেবে টিকে আছে। ১৮৯৬ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ভেন্যুটিতে এটাই সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হিসেবে অক্ষত আছে।

আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ পাঁচদিনের হলেও পাশাপাশি একদিন রিজার্ভ ডে রাখা রয়েছে। বৃষ্টি কিংবা অন্যকোনো কারণে ওভার কম খেলা হলে টেস্ট ষষ্ঠ দিনে গড়াবে। ম্যাচের ফল বের করে আনার জন্য এমন নিয়ম করা হয়েছে। তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয়, তাহলে ভারত এবং অস্ট্রেলিয়াকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close