ক্রীড়া ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
ধারাভাষ্যে থাকছেন যারা

টানা দ্বিতীয়াবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত। এ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দেবেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রি। তার সঙ্গে থাকবেন সদ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল) হয়ে খেলা দিনেশ কার্তিক। এছাড়া ভারত থেকে আরো আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে।
অস্ট্রেলিয়ার থেকে ধারাভাষ্য প্যানেলে যুক্ত হয়েছেন ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার। ভারত ও অস্ট্রেলিয়ার বাইরে থেকে যুক্ত হবেন ইংল্যান্ডের নাসের হুসাইন এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
ফাইনাল ম্যাচের অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। তাদের সহযোগী হিসেবে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবরো। টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে।
"