ক্রীড়া ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

ডাবল সেঞ্চুরি করলেন চন্দরপলের ছেলে

ঝকঝকে এক ক্যারিয়ার শিবনারায়ন চন্দরপলের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টপ-অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। ১৬৪ টেস্ট খেলে প্রায় ১২ হাজার রান করেছেন। লম্বা ওই ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। সেঞ্চুরি আছে ত্রিশটি। এবার তার ছেলে ত্যাজনারায়ন চন্দরপল আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ওপেনিংয়ে নেমে ২০৭ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে বাবার মতোই উইকেট কামড়ে পড়ে থাকার মানসিকতা দেখিয়েছেন ২৬ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার। ৪৬৭ বলের মুখোমুখি হয়ে ১৬ চার ও তিন ছক্কায় ওই রান এসেছে তার ব্যাট থেকে। তার ডাবল সেঞ্চুরির পর টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তার আগে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দলটির ওপেনার ও অধিনায়ক ক্রেগ আরভিন। তিনি ১৮২ রান করে সাজঘরে ফিরে যান। ত্যাগনারায়ন টেস্ট ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে ওই ডাবলের দেখা পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close