ক্রীড়া প্রতিবেদক

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

শেষটা জয়ে রাঙাতে চায় ঢাকা

জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য নিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে নবম নাসির-তাসকিনের ঢাকা ডমিনেটর্স। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফে উঠতে না পারায় এবারের আসরে এটিই ঢাকার সর্বশেষ ম্যাচ। অবশ্য এটি ছাড়া আরো দুটি ম্যাচ বাকি রয়েছে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া চট্টগ্রামের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রামের ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩টি জয় ও ৮টি হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকতে না পারায় প্লে-অফ উঠতে পারেনি রাজধানীর দলটি।

জয় দিয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচ হারে ঢাকা। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পায় তারা। সর্বশেষ তিন ম্যাচে মাত্র ১টিতে জয় পায় ঢাকা। খুলনা টাইগার্সকে দু’বার ও ফরচুন বরিশালকে একবার হারায় ঢাকা। খুলনার বিপক্ষে ৬ উইকেট ও ২৪ রানে এবং বরিশালকে ৫ উইকেটে হারায় নাসির-তাসকিনরা। প্রথম পর্বে চট্টগ্রামের কাছে ৮ উইকেটে হেরেছিল ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ঢাকার সামনে।

দলগত সাফল্য না থাকলেও, ব্যাট-বল হাতে দারুন পারফরম্যান্স করেছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক তিনি। ১১ ম্যাচে ২টি হাফ সেঞ্চুরিতে ৩৪২ রান ও বল হাতে ১৬ উইকেট নিয়েছেন নাসির। এবারের আসরে উইকেট শিকারে এ পর্যন্ত সবার উপরে নাসির।

ব্যাটার-বোলারদের বাজে পারফরম্যান্সে টেবিলের তলানিতে রয়েছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ২টি জয় ও ৮টি হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ দল চট্টগ্রাম। একই চিত্র খুলনারও। কিন্তু রান রেটে পিছিয়ে তলানিতে চট্টগ্রাম। চট্টগ্রামের দুটি জয় যথাক্রমে- খুলনা টাইগার্স ও ঢাকার বিপক্ষে। খুলনা টাইগার্সকে ৯ ও ঢাকাকে ৮ উইকেটে হারায় তারা। সর্বশেষ ছয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে চট্টগ্রাম। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসরের তৃতীয় জয়ে চোখ চট্টগ্রামের।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শুরুটা ভালো ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তারা প্রথম তিন ম্যাচেই হেরেছিল। অনেকেই দলটির এপিটাফও লিখে ফেলেছিলেন। যদিও সবার ধারণাকে ভুল প্রমাণ করে টানা ৭ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের দল। অবশ্য প্লে অফের আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার চলে যাওয়ায় বিপাকে পড়েছিল দলটি।

সে শূন্যতা পূরণে এবার তারা দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। সে সঙ্গে আরো বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে দলটির সূত্র। কুমিল্লা দলে ছিলেন পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে একাদশে নিয়মিত খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও নাসিম শাহ। দলে থাকলেও নিয়মিত খেলার সুযোগ পাননি হাসান আলী ও আবরার আহমেদ। তাদের সবাই ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন।

তারা চলে গেলেও কুমিল্লা দলের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন। তারা বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন বলেই আশাবাদী কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। শুধু কুমিল্লাই নয় চলে যাওয়া পাকিস্তানিদের শূন্যতা পূরণে অন্য দলগুলোও বিকল্প ক্রিকেটার নিয়ে চমক দেখাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close