ক্রীড়া প্রতিবেদক

  ০৮ অক্টোবর, ২০২২

সাকিব চেয়েছিলেন কিন্তু খেলায়নি বিসিবি

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে গত বৃহস্পতিবার বিকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ দল। পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে ২১ রানে।

ম্যাচ শুরুর সময়ে ধারাভাষ্যকাররা বলছিলেন, টসের আগে হ্যাগলি ওভালে রানিং করেছেন সাকিব। যদিও একাদশে ছিলেন না তিনি। বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান।

ভ্রমণ ক্লান্তির পরও শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে নামাতে রাজি হয়নি। তাকে বিশ্রামে রেখেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন, ‘আসলে সাকিবকে খেলানো হয়নি। সে খেলতে চায়নি এমন নয়। আগের দিন দুপুরের পর এসে পৌঁছায় সাকিব। দীর্ঘ ভ্রমণের কারণে টিম ম্যানেজমেন্ট মনে করেছে সাকিব খুবই ক্লান্ত। এ পরিস্থিতিতে তাকে মাঠে নামানো ঠিক হবে না। যার ফলে তাকে খেলানো হয়নি।’

ভিসা-ফ্লাইট জটিলতায় ৪ অক্টোবর ক্রাইস্টচার্চে আসতে পারেননি সাকিব। পরে নতুন করে টিকিট কাটেন তিনি। সেই ফ্লাইটে চড়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন ক্রাইস্টচার্চে পৌঁছান তিনি।

তবে সবকিছু ঠিক থাকলে আগামীকাল (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close