ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০২২

উইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

ইউরোপ সফরের ফর্মটা ক্যারিবীয় অঞ্চলেও ধরে রাখল নিউজিল্যান্ড। পরশু রাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে নতুন চ্যালেঞ্জ শুরু করল কিউইরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কেন কিউইরা। কাল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১৮৫ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে সাত উইকেটে ১৭২ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্যান্টনার। চার ওভারে ১৯ রানে তিন উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।

কঠিন রান তাড়ায় ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকে স্বাগতিক শিবির। তিনজন আউট হয়েছেন এক অঙ্কে। ছয়জন ছুঁয়েছেন দুই অঙ্ক। এদের মধ্যে কয়েকজন সাজঘরে ফেরেন উইকেটে থিতু হওয়ার পর। সর্বোচ্চ ৪৩ বলে ৪২ রান করেন শামারহ ব্রুকস। ক্যারিবীয় ওপেনার শুরুতে অমন প্রস্তুর যুগের ব্যাটিং করেই পরবর্তীতে চাপে ফেলেছেন দলকে।

তাই শেষ দিকে ঝড় তুলেও লাভ হয়নি। অধিনায়ক নিকোলাস পুরান ৮ বলে ১৫, জেসন হোল্ডার ১৯ বলে ২৫, রভম্যান পাওয়েল ১২ বলে ১৮ রানে আউট হন। এ ছাড়া রোমারিও শেফার্ড ১৬ বলে ৩১ এবং ওডেন স্মিথ ১২ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের চার বোলার চার উইকেট নেন। স্যান্টনার তিনটি।

ব্যক্তিগত ফিফটি পাননি নিউজিল্যান্ডের কোনো ব্যাটারও। তবে দুজন ফিরেছেন আভাস নিয়ে। ডেভন কনওয়ে ২৯ বলে ৪৩ এবং অধিনায়ক উইলিয়ামসন ৩৩ বলে ৪৭ রানে আউট হন। ওপেনার মার্টিন গাপটিল ফেরেন ১৭ বলে ১৬ রান করে। এ ছাড়া গ্লেন ফিলিপস ১১ বলে ১৭ এবং ডারিল মিচেল ১২ বলে ১৬ রানে আউট হন। ১৫ বলে ৩৩ রানে অজেয় থাকেন জিমি নিশাম।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্মিথ চার ওভারে ৩২ রানে নেন তিন উইকেট। একটি করে শিকার ওবেদ ম্যাককয় ও হোল্ডারের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close