ক্রীড়া ডেস্ক

  ০৩ আগস্ট, ২০২২

মুখ খুললেন পচেত্তিনো

চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজি ছিটকে যাওয়ার সঙ্গেই মরিসিও পচেত্তিনোর ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল বলে ধারণা অনেকের। আর্জেন্টাইন এই কোচ নিজেও তা মনে করেন। বললেন, ক্লাবটিতে ইউরোপ সেরা প্রতিযোগিতাটি জিততে না পারা মানেই ব্যর্থতা।

২০২১ সালের জানুয়ারিতে পচেত্তিনো দায়িত্ব নেওয়ার পর তার কোচিংয়ে ৮৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে পিএসজি। দায়িত্ব নেওয়ার কদিন পরই জেতেন ফরাসি সুপার কাপ। পরে ওই মৌসুমে দলকে জেতান ফরাসি কাপও।

ইউরোপ সেরা হওয়ার স্বপ্নে বিভোর তারকাসমৃদ্ধ ক্লাবটি ২০২১-২২ মৌসুমের আগে দলে টানে লিওনেল মেসি, সার্জিও রামোসসহ আরো কয়েক বড় মাপের খেলোয়াড়কে। লক্ষ্য ওই একটাই চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাতে দারুণ কিছুর আশা জাগালেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়। শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে ছিটকে যায় তারা। দাপটের সঙ্গে পরে দল লিগ ওয়ান জিতলেও সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্মকর্তাদের মন জয় করতে পারেনি ওই সাফল্য। চাকরি হারানোর প্রায় এক মাস পর গণমাধ্যমে প্রথম ওই বিষয়ে কথা বললেন পচেত্তিনো। আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবায়েকে জানালেন, চ্যাম্পিয়নস লিগই ছিল তার বরখাস্তের কারণ।

‘পিএসজিতে সবার দৃষ্টি ও মনোযোগ চ্যাম্পিয়নস লিগে নিবদ্ধ। আর এই বিষয়টা কখনো কখনো পথচলায় বিভ্রান্তিকর হতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close