ক্রীড়া প্রতিবেদক

  ০২ জুলাই, ২০২২

জয়কে নিয়ে পাপনের ক্ষোভ

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ব্যাট হাতে কারিশমা দেখালেও নিজের ফর্মটা বেশিদূর টেনে নিতে পারেননি তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। সবশেষ কয়েক ম্যাচ ব্যাট হাতে টানা ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, এত তাড়াতাড়ি জয়কে জাতীয় দলে আনা ঠিক হয়নি।

গত বছরের ৪ ডিসেম্বর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলের হয়ে পথচলা শুরু করেন জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচের প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজিদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৬ রান।

নিজের জাত চেনান পরের সিরিজেই। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে জয়ের ব্যাট থেকে আসে ৭৮ রান। সেই ম্যাচটা বাংলাদেশ জিতে নেয় ৮ উইকেটের বড় ব্যবধানে। সেখানেই থেমে থাকেননি জয়। দক্ষিণ আফ্রিকা সফরে হাঁকান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close