ক্রীড়া ডেস্ক

  ২৬ জুন, ২০২২

শ্রীলঙ্কার দর্শকদের ধন্যবাদ দিলেন ফিঞ্চ

শেষ ওয়ানডে জিতেছে অস্ট্রেলিয়া। কলম্বোয় কাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জিতেছে অ্যারন ফিঞ্চের দল। তাতে বাঁচানো যায়নি ওয়ানডে সিরিজ। ৩০ বছর পর শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার চতুর্থ ম্যাচেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। শেষ ম্যাচে হারের ব্যবধানটা নেমে এসেছে ৩–২ ব্যবধানে। ওয়ানডে সিরিজে সব ম্যাচেই গ্যালারিতে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন শ্রীলঙ্কার দর্শকেরা। শুধু নিজেদের দলকে সমর্থন দেওয়া নয়, করতালি পেয়েছে অতিথিরাও। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে টালমাটাল সময় পার করছে শ্রীলঙ্কার। এর মধ্যে কোনো দল শ্রীলঙ্কা সফরে আসবে আর সে জন্য দলটা একটা ধন্যবাদ পাবে না শ্রীলঙ্কার সমর্থকেরা এতটা অকৃতজ্ঞ নন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কালও সে নজির দেখা গেল। ম্যাচের একপর্যায়ে গ্যালারি হলুদ রংয়ে রাঙিয়েছিলেন শ্রীলঙ্কার দর্শকেরা। অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাতেই এমন আয়োজন। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে সবচেয়ে সংকটপূর্ণ সময় পার করছে শ্রীলঙ্কা। দ্বীপদেশটিতে সাধারণ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, দ্রব্যমূল্যের অবিশ্বাস্য দাম এসব মিলিয়ে সহিংস হয়ে উঠেছিল শ্রীলঙ্কার সাধারণ জনগণ। ক্ষমতাসীন দলের নেতাদের অনেকেই দেশ ছেড়েছেন। ফিঞ্চ এমন পরিস্থিতির মধ্যেও টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ২০১৬ সালের পর প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। টি–টোয়েন্টি সিরিজ জিতলেও হারতে হয়েছে ওয়ানডে সিরিজ। কাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর শ্রীলঙ্কার দর্শকদের প্রশংসা করলেন ফিঞ্চ, ‘সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কানরা যে কঠিন পরিস্থিতি পার করছে, তা আমাদের জানা আছে। আশা করি, সাদা বলে এই আট ম্যাচে আমরা তাদের কিছুটা হলেও বিনোদন দিতে পেরেছি।’

অস্ট্রেলিয়া দলকে ধন্যবাদ জানানোর পরিকল্পনাটা করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সংক্ষিপ্ত সংস্করণে অস্ট্রেলিয়া দল যেহেতু হলুদ জার্সি পরে, তাই গ্যালারিকে হলুদ রঙে রাঙানোর পরিকল্পনা করা হয়। হাজারো দর্শকের হলুদ রঙের ব্যানার ও জার্সিতে ছেয়ে যায় গ্যালারি। তা দেখে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া অধিনায়ক বলেছেন, ‘অসাধারণ। শ্রীলঙ্কানরা দারুণ। তাদের সমর্থনের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। সমর্থক হিসেবে তারা অসাধারণ। শুধু হইহুল্লোড় করা নয়, ম্যাচের আবেগটাও তারা বোঝে।’ ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ শেষে এখন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। গলে প্রথম টেস্ট শুরু হবে বুধবার। ৮ জুলাই গলেই দ্বিতীয় টেস্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close