ক্রীড়া ডেস্ক

  ১২ মে, ২০২২

স্বস্তির জয়ে সিটিকে চাপে রাখল লিভারপুল

ম্যাচটা ঠিকঠাক শুরুই হয়নি। ম্যাচের বয়স হয়েছে সবেমাত্র তিন মিনিট। এরই মধ্যে কেঁপে উঠল লিভারপুলের জাল। উচ্ছ্বাসে ফেটে পড়ে অ্যাস্টন ভিলা। শেষ অবধি তাদের উল্লাস বাতাসে মিশিয়ে গেল। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লিভারপুল। প্রত্যাশিত জয় নিয়ে ভিলা পার্ক ছাড়ল ইয়ুর্গেন ক্লপের দল।

পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে ২-১ গোলে জিতেছে অল রেডরা। লিগের চলতি মৌসুমে এটা ক্লপের দলের ২৬তম জয়। এই জয়ে লিগের শিরোপার আশা কিছুটা হলেও টিকে থাকল লিভারপুলের। ৩৬ ম্যাচে ৮৬ নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল অল রেডরা। সমান পয়েন্ট ম্যানচেস্টার সিটিরও। তবে গোলগড়ে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগের শিরোপা জয়ের খুব কাছেই আছে তারা। পরের দুই ম্যাচের একটিতে জিতলেই রাজত্ব ধরে রাখার সফল অভিযান শেষ হবে তাদের। ফলে বাকি দুই ম্যাচে লিভারপুলকে কেবল জিতলেই চলবে না, অমঙ্গল কামনা করতে হবে ম্যানচেস্টার সিটির জন্য।

ভিলা পার্কে তিন মিনিটেই ডগলাস লুইসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। সমতায় ফিরতে মোটে তিন মিনিট সময় নিয়েছে লিভারপুল। অতিথিদের সমতায় ফেরান জোয়ের ম্যাটিপ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরেই প্রথমবার লিড নেয় লিভারপুল।

৬৫ মিনিটে অল রেডদের এগিয়ে দেন সেনেগালিজ ফরওয়ার্ড সাদিও মানে। অ্যাস্টন ভিলার বিপক্ষে তিনি গোল করবেন সেটা যেন প্রত্যাশিতই ছিল। এ নিয়ে ভিলা পার্কের দলের বিরুদ্ধে দশ ম্যাচে নয় গোল হলো মানের। এই গোলটিই শেষ অবধি ম্যাচের ভাগ্য লিভারপুলের পক্ষে নির্ধারণ করে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close