ক্রীড়া ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০২২

রমিজের অভিনব প্রস্তাব

একসময় ত্রিদেশীয়, চারদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত ব্যাপার। অনেক রোমাঞ্চও ছড়াত সেই সিরিজগুলো। সময়ের পরিক্রমায় প্রচুর আইসিসি টুর্নামেন্ট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় এখন সেসব টুর্নামেন্ট বিরল। তবে টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নিয়ে নিয়মিত একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে।

আইসিসির আগামী সভায়ই এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তাব তুলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজা।

পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছরই হবে এই আসর। চার দেশ পর্যায়ক্রমে এক বছর করে হবে স্বাগতিক। আর্থিকভাবে লাভবান হবে আইসিসির সব সদস্য দেশ।

ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ রাজনৈতিক বৈরিতায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এই টুর্নামেন্ট আলোর মুখ দেখলে নিয়মিতই দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের।

এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার খবর প্রথম আসে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close