ক্রীড়া প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

রেকর্ড গড়া জয় টাইগ্রেসদের

পাকিস্তানের পর এবার দারুণ ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানারা। ম্যাচে নারীদের ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

গতকাল জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে বাংলাদেশ নারী দল জয় পেয়েছে ২৭১ রানের বড় ব্যবধানে। ম্যাচটিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে কেবল ৫২ রানে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৯৬ রানের উদ্বোধনী জুটি এনে দেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। এ দুজন মিলে তোলেন ৯৬ রান। ৫টি চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

কিন্তু অন্য প্রান্তে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শারমিন আক্তার। সেঞ্চুরি তুলেই থামেননি তিনি। ১১টি চারে ১৪১ বলে ১৩০ রান করেছেন এই ওপেনার। আর ফারজানা হক করেন ৬২ বলে ৬৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান করেছে বাংলাদেশ।

জবাব দিতে নেমে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি যুক্তরাষ্ট্র। দলটির পক্ষে ৪৩ বলে ১৫ রান করেন অধিনায়ক সিহারসানা। এ ছাড়া সর্বোচ্চ ১৬ রান আসে তারা নরিসের ব্যাটে, তিনি খেলেন ২৭ বল। এই দুজন ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটায় নিতে পারেননি ব্যক্তিগত সংগ্রহ।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। এ ছাড়া এক উইকেট পেয়েছেন জাহানারা আলম। ৩০ ওভার ৩ বল খেলেই আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ৩২২/৫

যুক্তরাষ্ট্র ৫২

ফল

বাংলাদেশ ২৭০ রানে জয়ী

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close