ক্রীড়া ডেস্ক

  ২২ মে, ২০২০

আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য কোহলিদের প্রার্থনা

সুপার সাইক্লোন আম্পানের তা-বে তছনছ ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশা। বলা হচ্ছে, গত ২৫০ বছরে এমন তা-ব দেখেননি এই দুই রাজ্যবাসী। বাংলাদেশও এর বাইরে নয়। এ ঘূর্ণিঝড়ে দুই দেশে প্রাণহানির সংখ্যা ১০০-এর কাছাকাছি। আর তাই আম্পানে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানালেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতের সর্বাধিনায়ক বিরাট কোহলি কাল টুইটারে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন, আশা করি সব দ্রুতই ঠিক হয়ে যাবে।’

কোহলির সতীর্থ ও ভারতের ওপেনার শিখর ধাওয়ানের টুইট, ‘সাইক্লোন আম্পানে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। সবাই একে-অপরের খেয়াল রাখুন এবং নিরাপদে থাকুন।’

দেশটির বিশ্বকাপ জয়ী বীর যুবরাজ সিং টুইট করেন, ‘বাংলা ও ওড়িশার ভাই-বোনদের বলছি, শক্ত থাকুন। এই বিপদ কাটিয়ে উঠতে আমার হৃদয়নিংড়ানো প্রার্থনা রইল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close