ক্রীড়া প্রতিবেদক

  ২০ মার্চ, ২০২০

ক্রিকেটারদের বিসিবির বার্তা

করোনাভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। কাল এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বোর্ড প্রধান।

‘পরিস্থিতি কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। এটা করতে গিয়ে আমরা যা যা করণীয় সেটা করছি। প্রত্যেককে যতটা সম্ভব বাসায় অবস্থান করা উচিত। এই বার্তাটা সবার জন্য। শুধু ক্রিকেটারদের নয়, যারা বোর্ডে আছে তাদের জন্যও প্রযোজ্য। জরুরি কাজ ছাড়া তারা যেন বের না হয়’ বলেছেন পাপন।

তার কথায়, ‘খেলোয়াড়রা না পারতে যেন বাইরে না যায় এবং অন্য কারো সংস্পর্শে যতটা সম্ভব কম আসে। আমি বলছি না একেবারে লকডাউন করে দিতে। করতে পারলে ভালো হতো। ওদের সাবধানে থাকতে হবে। সবার জন্য একটাই কথা, জিনিসটাকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে। কিন্তু বিসিবির দৈনন্দিন দাফতরিক কাজ চলছে অফিসে এসেই। এছাড়া মাঠকর্মীরা কাজ করছেন নিয়মিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমে অনেক ক্রিকেটার একসঙ্গে ফিটনেস নিয়ে কাজ করছেন করছেন প্রতিদিন। পাপন জানালেন, ক্রমে এসব নিয়েও সিদ্ধান্ত নেবেন তারা, ‘ওটা আপনারা দেখতে পারবেন। প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা বলব, তা তো হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিজেরাই আগে সতর্ক হব। আপাতত লিগ বন্ধ করেছি। বাকি যা করা দরকার, (ধাপে ধাপে) করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close