ক্রীড়া প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

লক্ষ্য তাড়ায় ফের গলদঘর্ম দশা

ঢাকায় শিরোপার লড়াইয়ে আগে চট্টগ্রামে আফগানদের বিরুদ্ধে ‘ও ভাই’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ‘গুরুত্বহীন’ ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল অবশ্য রশিদ খানের দলকে অল্পতেই বেঁধে ফেলতে পেরেছেন সাকিব-আফিফরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩৮ রান তুলতে পেরেছিল সফরকারীরা।

কিন্তু এই সহজ লক্ষ্যই তাড়া করতে নেমে ফের গলদঘর্ম দশা টাইগারদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান। ধারাবাহিকভাবে অধারাবাহিক লিটন দাস (৪) এবং নাজমুল হোসেন শান্ত (৫) দলকে বিপদে ফেলে ডাগআউটের পথে হাঁটা ধরেছেন। পরিস্থিতি সামাল দিচ্ছিলেন দলপতি সাকিব আল হাসান (১৬*) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম (৫*)।

এর আগে নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। সাগরিকায় ইনিংসের দ্বিতীয় ওভারে শফিউল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন হজরতউল্লাহ জাজাই। একেবারেই সহজ ক্যাচ হলেও সেটা নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সুযোগটাই কাজে লাগিয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তুলে ফেলেছিল আফগানিস্তান।

এরপর সিরিজে প্রথমবারের মতো সাকিব বোলিং আক্রমণে আনেন আফিফ হোসেনকে। নিজের প্রথম ওভারেই জাজাইকে বিদায় করেন আফিফ। একই ওভারে আফিফ ফেরান আসগর আফগানকেও। ইনিংসের দশম ওভারে আফিফ জোড়া আঘাত হানার পরের ওভারে আঘাত হানেন মুস্তাফিজ। তার কাটার বুঝতে না পেরে লিডিং এজে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। এরপর দলীয় ৮৮ রানের মাথায় আফগানরা চতুর্থ উইকেট হারায়। আর দলীয় ৯৬ রানের মাথায় রানআউট হন গুলবাদিন নাইব। এরপর ঘুড়িয়ে ঘুড়িয়ে চলেছে সফরকারীদের ইনিংস।

শেষ দিকে শফিকউল্লাহ (১৭ বলে ২৩ রান) এবং অধিনায়ক রশিদ খানের (১৩ বলে ১১ রান) দৃঢ়তায় সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় অ্যান্ডি মোলসের শিষ্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close