reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০১৯

বাঁকা চোখে

প্রতিবাদ

জামা-কাপড়-অন্তর্বাস খুলতে তার একটু-আধটুও বাধে না। বিবস্ত্র শরীরে নিজেকে প্রকাশ করারই তার প্রতিবাদের ভাষা। তার নাম দুঃসাহসী পুনম পান্ডে। ভারত-পাকিস্তানের বিজ্ঞাপন যুদ্ধে এবার শামিল পুনম। পাকিস্তান টিভিতে ভারতের অভিনন্দনকে একটি বিজ্ঞাপনে ভারতকে খাটো করার চেষ্টা করা হয়েছে। ভারতও ব্যঙ্গাত্বক বিজ্ঞাপন করে তার জবাব দিয়েছে। অন্যদের সঙ্গে চটেছেন পুনমও। ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে কোনোরকম ঠাট্টা-তামাশা তার সহ্য হয় না। ক্রিকেটকে রাজনীতিকরণে প্রক্রিয়াকে ভালো চোখে দেখছেন না ক্রিকেট বিশ্বও। পুনমের কাছে বরাবরের মতোই আনন্দ উদ্যাপন; দুঃখ-বিলাস কিংবা প্রতিবাদের ধরন এমনই। নিজের স্টাইলে পাকিস্তানকে ব্যঙ্গ করে তিনি এবার অন্তর্বাস খুলেছেন। এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন হট কেক। ভাইরাল হচ্ছে ন্যূনতম সময়ের ব্যবধানে।

চড়ামূল্য

বিশ্বকাপ গড়াচ্ছে ছোট ছোট মাঠে। আসন সংখ্যাও কম। এই সুযোগ ভালোই কাজে লাগাচ্ছে কালোবাজারিরা। গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিট বিক্রি করছে চড়া দামে। রোববার তেমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ আকাশ ছুঁই ছুঁই। সেই উত্তাপে পাল্লা দিয়ে বাড়ছে কালোবাজারে টিকিটের দামও। নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে টিকিট কিনছেন সমর্থকরা। টিকিটের মূল্য ভারতীয় টাকায় প্রায় আড়াই লাখ। ভারত-পাকিস্তান ম্যাচে এত চড়া মূল্যে টিকিট বিক্রি হয়নি। সমর্থকদের কাছে এটা শুধু ক্রিকেট ম্যাচ নয়। একটি মনোস্তাত্ত্বিক যুদ্ধও। ম্যাচের সাফল্য ভুলিয়ে দেয় শিরোপা জেতা না জেতার দুঃখ। বিশ্বকাপে পাকিস্তানের কছে হারেনি ভারত। ২ বছর আগে ইংল্যান্ডেই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে শিরো জিতেছিল পাকিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close