ক্রীড়া ডেস্ক

  ০৯ জুন, ২০১৯

চেলসি ছাড়াটা ছিল হ্যাজার্ডের কঠিনতম সিদ্ধান্ত

চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে ইংলিশ ক্লাবটির প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইডেন হ্যাজার্ড। বার্নাব্যুতে যেতে চেলসি ছাড়াটা ক্যারিয়ারের কঠিনতম সিদ্ধান্ত ছিল জানিয়েছেন বেলজিয়ান এই ফরওয়ার্ড।

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে হ্যাজার্ডকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কোস শিবিরে রাখবেন বলেন জানান ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে ২৮ বছর বয়সি এই ফুটবলারকে সমর্থকদের সামনে হাজির করবে ইউরোপের সফলতম দলটি। হ্যাজার্ডের ট্রান্সফার ফি নিয়ে এখনো মুখ খোলেনি কোনো ক্লাবই। তবে আমেরিকান গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে দলে পাওয়ার জন্য রিয়ালকে খরচ করতে হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন ইউরো।

ফরাসি ক্লাব লিঁও থেকে ২০১২ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন হ্যাজার্ড। সব প্রতিযোগিতা মিলে চেলসির হয়ে ৩৫২ ম্যাচে ১১০ গোল করেন তিনি। ২০১৫ ও ২০১৭ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি জেতেন একটি করে লিগ কাপ ও এফএ কাপও। নিজের ফেসবুক পেইজে বিদায় বেলায় নিজের অনুভূতি জানান হ্যাজার্ড। চেলসি ছাড়াটা এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্ত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close