ক্রীড়া ডেস্ক

  ১০ মার্চ, ২০১৯

পুরোনো ঠিকানায় র‌্যানিয়ারি

সদ্য ফুলহ্যামের কোচের পদ থেকে বরখাস্ত হওয়া ক্লওদিও র‌্যানিয়ারি আট দিন পর নতুন দায়িত্বে ফিরেছেন। দ্বিতীয় দফায় সিরি’এ আর দল এএস রোমার কোচ হয়েছেন তিনি।

প্রথম দফায় ২০০৯ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রোমার কোচ ছিলেন রানিয়েরি। দ্বিতীয় দফায় আপাতত চলতি মৌসুমের বাকিটা সময়ের জন্য ৬৭ বছর বয়সি এই কোচকে দায়িত্ব দিয়েছে রোমা কর্তৃপক্ষ।

গত বুধবার পোর্তোর কাছে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে রোমা ছিটকে যাওয়ার পর কোচের চাকরি হারান ইউসেবিও দ্য ফ্রান্সেসকো। চলতি মৌসুমে রোমান গ্লাডিয়েটররা ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতিয়ে ইতিহাস গড়া র‌্যানিয়ারির পরের সময়টা ভালো যায়নি। ফ্রান্সের ক্লাব নঁতের পর ফুলহ্যামের দায়িত্ব পান তিনি। কিন্তু তার অধীনে ১৭ ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচ জেতায় আট দিন আগে ফুলহ্যাম কর্তৃপক্ষ তাকে ছাঁটাই করে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close