ক্রীড়া প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

পয়েন্টের খাতা খুলেছে নোফেল

জয় অব্যাহত বসুন্ধরা কিংসের

প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেচে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গত আসরের রানার্সআপ দলটি। কাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। টানা ৪ জয়ে ১২ পয়েন্ট তাদের।

ম্যাচের সপ্তম মিনিটে ডেনিয়েল কলিনদ্রেসের কর্নারের পর ডি-বক্সের জটলার ভেতর থেকে প্লেসিং শটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন সুশান্ত ত্রিপুরা। ১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতো স্পট কিকে মুক্তিযোদ্ধা সংসদকে সমতায় ফেরান। বালো ফামুসাকে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলা বসুন্ধরা আরো ২ গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয়। ৭০ মিনিটে মতিন মিয়া দলকে ফের এগিয়ে নেওয়ার ৪ মিনিট পর দারুণ ফ্রি-কিকে ব্যবধান বাড়ান কোস্টারিকার ফরওয়ার্ড কলিনদ্রেস ।

১২ পয়েন্ট আবাহনী লিমিটেডেরও। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বসুন্ধরা কিংসের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে। পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৬।

দিনের আরেক ম্যাচে টুর্নামেন্টে প্রথমবারের পয়েন্ট পেয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ড্র করে প্রিমিয়ার লিগে নিজেদের পয়েন্টের খাতা খুলেছে নবাগত দলটি। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

২৫ মিনিটে সতীর্থের কর্নারে মনডে ওসাগি হেড করার পর গোলমুখ থেকে সহজেই রহমতগঞ্জকে এগিয়ে নেন কঙ্গোর ফরওয়ার্ড সিও জুনাপিও। ৭ মিনিট পর ফয়সাল আহমেদের ফ্রি-কিকে নাইজেরিয়ান ডিফেন্ডার মনডের হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আগের তিন ম্যাচ টানা হেরে আসা নোফেল। ৫০ মিনিটে ইসমাইল বাঙ্গুরার বাড়ানো বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান মোহাম্মদ রোমান। ৬০ মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান গিনির ফরওয়ার্ড বাঙ্গুরা। বাকিটা সময় পার করে দিয়ে প্রথম পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নোফেল। ৫ ম্যাচে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট রহমতগঞ্জের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close