ক্রীড়া ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৯

আর্সেনালে সুয়ারেজ

লা-লিগার ক্লাব বার্সেলোনায় ছিলেন দুজন সুয়ারেজ। একজন মাঝমাঠের কারিগর। অন্যজন ওস্তাদ প্রতিপক্ষের গোলমুখে আতঙ্ক ছড়াতে। তবে এবার সেই জুটি ভাঙতে যাচ্ছে। সতীর্থ ফরওয়ার্ড লুইস সুয়ারেজকে ছেড়ে আর্সেনালে নাম লেখাচ্ছেন মিডফিল্ডার ড্যানিস সুয়ারেজ। ন্যু ক্যাম্প ছেড়ে ২৫ বছর বয়সি স্প্যানিয়ার্ড এমিরেটসে আসছেন ধারে। জানুয়ারির দল-বদলেই সুয়ারেজের সঙ্গে চুক্তি করতে পারে আর্সেনাল।

কোচ উনাই এমেরির দলে এক ধরনের অপাঙ্্ক্তেয় হয়ে পড়েছেন মেসুত ওজিল। আর্সেনাল

কর্তৃপক্ষ জার্মান মিডফিল্ডারের ব্যাপারে এখনো কোআে সিদ্ধান্ত নেয়নি। তবে ওজিলের পরিবর্তে সুয়ারেজই হতে পারেন গানারদের মাঝমাঠের অস্ত্র।

গত মঙ্গলবার বার্সেলোনা জানিয়েছে, কোপা ডেল রে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে ম্যাচে থাকছেন না সুয়ারেজ। কারণ, ‘ভবিষ্যতে অন্য ক্লাবে যাচ্ছেন তিনি।’

ম্যানচেস্টার সিটি থেকে সুয়ারেজ বার্সেলোনার ‘বি’ দলে যোগ দেন ২০১৩ সালে। পরে ২০১৬ সালে কাতালানদের মূল দলে অভিষেক হয় তার। বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলে মোট ৭১ ম্যাচ খেলেছেন সুয়ারেজ। এ ছাড়া স্পেন জাতীয় দলে খেলেছেন এক ম্যাচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close