ক্রীড়া ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০১৮

অবশেষে অবসরে রবি কিন

অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও টটেনহামের সাবেক ফরওয়ার্ড রবি কিন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ইন্ডিয়ান সুপার লিগ অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলে যাচ্ছিলেন এই ৩৮ বছর বয়সী তারকা। তবে কাল প্রিয় বুট জোড়া তুলে রাখার কথাটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের এই সাবেক অধিনায়ক। বিদায়ী বিবৃতিতে রবি বলেন, ‘আজ (বুধবার) আমি আমার ২৩ বছরের চমৎকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারের ইতি টানছি।’

রবি আয়ারল্যান্ড জাতীয় দলের জার্সিকে বিদায় জানান ২০১৬ সালে। দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। আইরিশদের জার্সিতে ১৪৬ ম্যাচে করেছেন ৬৮ গোল। শুধু তাই নয়, ২৩ বছরের ক্লাব ক্যারিয়ারেও অন্যতম সফল তিনি। মোট ১০টি ক্লাবের হয়ে খেলা রবি ৭৩৭ ম্যাচে করেছেন ৩২৫ গোল।

রবি ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য সময়টা কাটিয়েছেন লন্ডনের ওয়েম্বলিতে। টটেনহামের জার্সিতে ২০০২-০৮ মৌসুমে ১৯৭ ম্যাচে ৮০ গোল করেছেন তিনি। এছাড়া রবি স্কটিশ ক্লাব সেল্টিক ও মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সির হয়েও মাঠ মাতিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close