ক্রীড়া ডেস্ক

  ২৭ নভেম্বর, ২০১৮

লা লিগার শীর্ষে এখন সেভিয়া!

জায়ান্ট সব দলকে টপকে এই মুহূর্তে স্প্যানিশ লা লিগার শীর্ষে আছে সেভিয়া। পরশু রিয়াল ভায়াদলিদকে ১-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে লিগে সবার ওপরে ওঠেছে তারা। সেভিয়াকে জায়গা দিতে দিয়ে দুই ও তিনে নেমে গেছে বার্সেলোনা ও অ্যাটলেতিকো মাদ্রিদ।

ম্যাচের ৩০ মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা। চলতি লিগে পর্তুগিজ এই ফরওয়ার্ডের এটি অষ্টম গোল। এই জয়ের ফলে ১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্টে শীর্ষে উঠেছে সেভিয়া।

শনিবার রাতে অ্যাটলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করা বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আর তিন নম্বরে নেমে যাওয়া মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ২৪। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে অ্যালাভেস (২৩) ও এস্পানিয়ল (২১)। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০।

প্রসঙ্গত, ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগায় প্রথম ও শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সেভিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close