ক্রীড়া ডেস্ক

  ২৬ নভেম্বর, ২০১৮

অস্ট্রেলিয়ার চার

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবারের মতো শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। কাল অ্যান্টিগায় ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে হারানো রাজত্ব উদ্ধার করেছে অজি নারীরা। বিশ্বমঞ্চের ছয় আসরের মধ্যে চারবারই শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া। কাল স্যার ভিভ রির্চাডস স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি ইংলিশ ওপেনাররা। নিয়মিত বিরতিতে উইকেট পতনে শেষ পর্যন্ত ১০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দুই অংক ছুঁয়েছেন মাত্র দুজন। ড্যানিয়েল ওয়াট ৪৫ এবং হেথার নাইট ২৫ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট শিকার করেন অ্যামলেইগ গ্রেডনা। দুটি করে শিকার জর্জিয়া ওয়ারহাম এবং ম্যাগান স্কোটের।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে অ্যালেশা হ্যালেকে হারায় অস্ট্রেলিয়া। তাকে সাজঘরে ফেরান সোফিয়া ইকলেস্টোনে। খানিক বাদেই অ্যালেশার পদাঙ্ক অনুকরণ করেন আরেক ওপেনার ব্যাথ মুনে (১৩)। পরে অস্ট্রেলিয়াকে নির্ভার করেন গ্রেডনার (৩৩*) ও ম্যাগ ল্যানিং (২৮*)। এ দুজনের ব্যাটে চড়ে ৩১ বল ও ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এ নিয়ে অস্ট্রেলিয়ার কাছে তিনবার ফাইনাল হারল ইংলিশ মেয়েরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close