ক্রীড়া ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০১৮

আজ শুরু প্রমীলা বিশ্বকাপ

আজ শুরু হচ্ছে প্রমীলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বমঞ্চের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সালমাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন ম্যাচ সেন্ট লুসিয়াতে ১২, ১৪ ও ১৮ নভেম্বর।

মূল লড়াইয়ের আগে অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২২ অক্টোবর ক্যারিবীয় অঞ্চলে পা রেখেছে বাংলাদেশ নারী দল। সেখানে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজে জিতলেও পাকিস্তানের কাছে আট রানে হেরে গেছে সালমা-জাহানারারা। তিন ভেন্যুতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল আগামী ২৪ নভেম্বর। আসরের ২৩টি ম্যাচের ভেন্যুগুলো হলো অ্যান্টিগা, সেন্ট লুসিয়া এবং গায়ানা। এবারের বিশ্বকাপেও অংশ নিচ্ছে ১০টি দল। র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের সঙ্গে বাছাই পর্ব টপকে যোগ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। দুটি গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে দলগুলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close