ক্রীড়া ডেস্ক

  ১২ অক্টোবর, ২০১৮

স্বেচ্ছাসেবী নাদাল

বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের পুরুষ এককের শীর্ষে রয়েছেন রাফায়েল নাদাল। সময়ের এই সেরা

টেনিস তারকাকে এবার তাকে দেখা গেল ভিন্ন রূপে। পরিচ্ছন্নতার জন্য রাস্তায় নেমে গেলেন ঝাড়– হাতে নিয়ে।

পরশু ভয়াল বন্যার শিকার হয়েছে স্পেনের দ্বীপ মায়োর্কো। যেই বন্যায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই বন্যার একটি আশ্রয় কেন্দ্র ছিল তার টেনিস একাডেমি। বন্যার পানি নেমে যাওয়ার পর একাডেমিতে কাদাপানি জমে যায়। সেই কাদাপানি পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের

সঙ্গে নাদাল নিজেই নেমে যান মব বা ঝাড়– হাতে।

তার টেনিস একাডেমিকে আশ্রয় সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছিলেন নাদাল নিজেই। সেই আশ্রয় সেন্টারটি পরিচ্ছন্ন করতে পরে নিজেই নেমে যান নাদাল। স্পেনের একটি ওয়েব সংবাদমাধ্যম এ এস নাদালের পরিচ্ছন্নতা অভিযানের ছবি ও ভিডিও পোস্ট করেছে। এদিকে স্প্যানিশ এই তারকা টুইটারে লিখেছেন, ‘মায়োর্কার জন্য এটি দুঃখের দিন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close