ক্রীড়া প্রতিবেদক

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

গোল্ডকাপের প্রচারে ব্যস্ত বাফুফে

আর মাত্র তিন দিন পর মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। তা প্রচারের জন্য রাস্তায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাফুফে কর্মকর্তারা। টুর্নামেন্টকে সামনে রেখে শোভাযাত্রা হয়েছে ৬৪ জেলায়। পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপে নতুন মাত্রা দিতে কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাফুফে। টুর্নামেন্টকে নতুন মাত্রা দিতে হাতে ব্যানার, গায়ে টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে শোভাযাত্রায় অংশ নেন বাফুফে ও কে-স্পোর্টসের কর্মকর্তারা। টুর্নামেন্টের সব খরচ বহন করবে কে-স্পোর্টস। মূলত কে-স্পোর্টসের উদ্যোগেই এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ সম্পর্কিত সব অনুষ্ঠান নতুন মাত্রা পেয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাবেক তারকা ফুটবলার এবং বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হবে ১ অক্টোবর সিলেটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close