ক্রীড়া ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

‘রোনালদোর প্রমাণের কিছু নেই’

চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন করে প্রমাণের কিছু আছে বলে মনে করছেন না দলটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। গত বুধবার ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলের জয় পায় জুভেন্টাস। ম্যাচের ২৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারকে চুল ধরে টানায় ১৫৪ ম্যাচের চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেন রোনালদো।

পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের আলাদাভাবে কিছু প্রমাণের আছে বলে মনে করেন না অ্যালেগ্রি, ‘সে দারুণ পারফরম্যান্স দেখাবে যেমনটা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ৩০ মিনিটে দেখিয়েছিল।’

‘প্রত্যেকেরই সব সময় তাকে ঘিরে খুব বেশি প্রত্যাশা থাকে। কিন্তু আপনারা কী মনে করেন, তার এখনো প্রমাণের কিছু আছে? আমি মনে করি যে তার শুধু খেলা ও নিজেকে উপভোগ করা দরকার।’

এ বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে পাঁচ ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close