ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০১৮

বেলজিয়ামে বিধ্বস্ত সালাহবিহীন মিসর

রাশিয়া যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য পরশু মাঠে নেমেছিল বেলজিয়াম। মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে দারুণ এক জয় পেয়েছে ররার্তো মার্টিনেজের শিষ্যরা। ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর প্রতীক্ষায় থাকা মিসরকে।

গত প্রীতি ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বেলজিয়াম। গোলবিহীন থাকার শোধটা অবশ্য রেড ডেভিলরা তুলেছে মিসরের বিপক্ষে। ঘরের মাঠে প্রথমার্ধ থেকে মিসরকে চেপে ধরে স্বাগতিকদের আক্রমণভাগ। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মার্টিনেজের দলকে। ২৭ মিনিটের সময় ইডেন হ্যাজার্ডের দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দেন এসাম আল-হাদারি। কিন্তু ফিরতি বলটি পেয়ে যান রোমেলু লুকাকো। এরপর ডান পায়ের শটে বেলজিয়ামকে প্রথম গোল এনে দেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড।

৩১ মিনিটের সময় দ্বিতীয়বারের মতো সুযোগ পান হ্যাজার্ড। কিন্তু এবারও তাকে হতাশ করেন হাদারি। অবশ্য বেশিক্ষণ দমিয়ে রাখা যায়নি চেলসি মিডফিল্ডারকে। ৩৮ মিনিটের সময় বেলজিয়ামকে দ্বিতীয়বার এগিয়ে দেন হ্যাজার্ড। দুই গোল হজমের পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলে মিসরীয়রা। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি নিজেরাও কয়েকবার বেলজিয়াম দুর্গে হামলা চালায় হেক্টর কুপারের শিষ্যরা। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে তাদের আরেকবার হতাশায় ডুবান মারউইন ফেলাইনি। ইউনাইটেড মিডফিল্ডারের ডান পায়ের শটে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনেজের দল।

পরশুর প্রীতি ম্যাচে মাঠে নামেননি বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকলেও কুঁচকির ইনজুরির কারণে বিশ্রামে আছেন এই ম্যানসিটি অধিনায়ক। তাছাড়া মিসরকেও খেলতে হয়েছে দলের প্রাণভোমরা সালাহকে ছাড়া। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাঁধে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মিসরীয় ফারাও। তবে দ্রুত সুস্থ হয়ে মিসরের জার্সিতে বিশ্বকাপ খেলতে আশাবাদী সালাহ। এই লিভারপুল ফরওয়ার্ডের একক নৈপুণ্যেই ২৮ বছর পর বিশ্বকাপ চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে মিসর। বিশ্বকাপে যাওয়ার আগে বেলজিয়াম তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। চূড়ান্ত পর্বের ‘জি’ গ্রুপে দেশটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তিউনিশিয়া ও নবাগত পানামাকে। ১৮ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ফেভারিট বেলজিয়াম। অন্যদিকে ‘এ’ গ্রুপে মিসরের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরব। বিশ্বকাপে মিসর প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে।

ফলাফল

বেলজিয়াম ৩-০ মিসর

দ. কোরিয়া ০-০ বলিভিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist