ক্রীড়া ডেস্ক

  ০৩ জুন, ২০১৮

ইতালিকে উড়িয়ে দিল ফ্রান্স

আসন্ন বিশ্বকাপের আগে পরশু নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছিল ফ্রান্স। প্রস্তুতিটা জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। প্রীতি ম্যাচে নিসের স্টেডিয়ামে ফরাসিরা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলে।

৬০ বছর পর এবার বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি। রাশিয়া বিশ্বকাপটা তাই টিভিতে বসে দেখতে হবে আজ্জুরিদের। দর্শক হিসেবে থাকলেও নিজেদের হারানো ঐতিহ্য উদ্ধারের লক্ষ্যে একের পর এক প্রীতি ম্যাচ খেলছে তারা। কিন্তু গত চার প্রীতি ম্যাচের দুইটিতে হেরেছে রবার্তো মানচিনির দল। জয় পেয়েছে কেবল সৌদি আরবের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ড্র করেছে অন্য ম্যাচটি।

ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই ইতালির ওপর আধিপত্য চালাতে থাকে ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৮ মিনিটের সময় স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় ফ্রান্স। খেই হারিয়ে ফেলা ইতালির বিপক্ষে ২৭ মিনিটের সময় পেনাল্টি থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান।

প্রথমার্ধেই দুই গোল হজমের পর ম্যাচে ফিরতে চেষ্টা চালাতে থাকে ইতালি। ৩৬ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন লিওনার্দো বোনুচ্চি।

৬৩ মিনিটের ব্যবধান ৩-১ করেন উসমান ডেম্বেলে। রাশিয়া যাওয়ার আগে দেশমের শিষ্যরা তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ককে। ১৬ জুন কাজানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে ফরাসিরা। বিশ্বকাপের আগে আরেক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মিসর ও কলম্বিয়া।

ফলাফল

ফ্রান্স ৩-১ ইতালি

মিসর ০-০ কলম্বিয়া

তিউনিশিয়া ২-২ তুরস্ক

আলজেরিয়া ২-৩ কেপ ভার্দে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist