ক্রীড়া ডেস্ক

  ১৭ মে, ২০১৮

ইংলিশ লিগের সেরা কোচ গার্দিওলা

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। গত মাসেই আর্জেন্টাইন কিংবদন্তি খেলোয়াড় মার্সেলো বিয়েলসা থেকে পেয়েছেন ‘ফুটবলের চে গুয়েভারা’ নামক তকমাটি। এবার ম্যানসিটিকে শিরোপা এনে দেওয়া কোচ পেপ গার্দিওলাও পেলেন সেরা কোচের স্বীকৃতিটাও। ইংলিশ ফুটবল ক্লাবগুলোর কোচদের সংগঠন লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন গার্দিওলা।

সিটিজেনদের শিরোপা জেতার পাশাপাশি অনেক রেকর্ড নতুনভাবে লিখতে হচ্ছে প্রিমিয়াল লিগে। এক মৌসুমে ১০০ পয়েন্টের ঘর ছোঁয়ার পাশাপাশি ম্যানসিটি এবার লিগে জিতেছে রেকর্ড ৩২ ম্যাচ। পয়েন্ট খুইয়েছে মাত্র ১৪। এছাড়া প্রতিপক্ষের জালে গোল দিয়েছেন রেকর্ড ১০৬টি।

বর্ষসেরা সেরা কোচ হওয়ার দৌড়ে গার্দিওলা পেছনে ফেলেছেন লিগের আরো পাঁচ কোচকে। সংক্ষিপ্ত তালিকাটিতে ছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, বার্নলি কোচ সিন ডাইচ, ওলভারহ্যাম্পটন কোচ নুনু এ্যাস্পিরিতো সান্তোস, কার্ডিফ কোচ নেইল ওয়ার্নক, একিরিংটন স্টানলি কোচ জন। তবে সবাইকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরেছেন গার্দিওলা।

কেবল এলএমএ পুরস্কার নয়। প্রিমিয়ার লিগেরও বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ গার্দিওলা। এছাড়া চ্যাম্পিয়নসশিপ টুর্নামেন্টের জন্য নুনু এবং লিগ ওয়ানের স্রসবেরি কোচ পল হার্স্ট হয়েছেন বর্ষসেরা কোচ। খেলোয়াড়ি জীবনে গার্দিওলা ছিলেন স্পেন ও বার্সেলোনার তারকা খেলোয়াড়। পরে বার্সেলোনার হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৮-২০১২ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে কাটানোর পর তিনি চলে যান জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখানেও সফল হয়েছেন তিনি। ছিলেন ২০১৩-২০১৬ মৌসুম পর্যন্ত। গার্দিওলা প্রিমিয়ার লিগে আসেন গত মৌসুমে। এসেই ম্যানসিটির খেলাতে নিয়ে আসেন আমূল পরিবর্তন। গত মৌসুমে দলকে শিরোপা জেতাতে না পারলেও চলতি মৌসুমে ঠিকই সাফল্যটা এনে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist