ক্রীড়া প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৮

‘জেতার রান হয়ে গেছে’

প্রথম টেস্টে তৃপ্তি নিয়ে ব্যাটিং করেছেন দুই দলের ব্যাটসম্যানরা। সাদা পোশাকের ঢাকার লড়াইয়ে যে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের, সেটা অনুমিতই ছিল। বিষমাখা উইকেটে শ্রীলঙ্কা অবশ্য সবটুকু নিংড়ে দিয়েছে। স্পিনস্বর্গের ওপর দাঁড়িয়ে লিড ইতোমধ্যেই ৩০০ ছাড়িয়েছে লঙ্কানরা। কাল দ্বিতীয় দিনের খেলা শেষে অতিথিদের প্রতিনিধি রোশেন সিলভা জানালেন বাংলাদেশকে হারানোর জন্য ৩১২ রানই যথেষ্ট।

দুঃস্বপ্নের ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল রোশেন সিলভা। চলমান টেস্টের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই তুলে নিয়েছেন অর্ধশতক। অন্য সবার চেয়েও উইকেটে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন তিনি। ঢাকা টেস্টে সর্বমোট ২১৮ বল খেলার পর উইকেট নিয়ে রোশনের ভাষ্য, ‘এখানে ব্যাট করতে যাওয়ার আগে, সবচেয়ে ভালো প্রয়োজন প্রার্থনা করা!’

কথাটা অবশ্য কৌতুকপ্রবণ হয়ে বললেও পরে দিলেন ক্রিকেটীয় উত্তর। রোশেন বলেছেন, ‘মজা করছিলাম। এই উইকেটে আসলে ভালো বল পেলে কিছু করার থাকে না। একটি-দুটি উইকেট দ্রুত চলে যেতে পারে। আলগা বল পেলে তাই সেটিকে কাজে লাগাতেই হবে।’ তবে এই উইকেটে ব্যাট করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন রোশেন। বলেছেন, ‘উপমহাদেশে স্পিন ও রিভার্স সুইংয়ের জন্য প্রস্তুত থাকতেই হবে। এখানে আসার আগে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা জানতাম এখানে কন্ডিশন কেমন হবে ও কোন ধরনের বোলারদের খেলতে হবে। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দেওয়া উচ্ছ্বাসটা বাতাসে মিশে গেছে বাংলাদেশের। জবাব দিতে নেমে লঙ্কানদের প্রথম ইনিংসের অর্ধেকও করতে পারেনি টাইগাররা। গুটিয়ে গেছে ১১০ রানে। ভয়ঙ্কর তথ্য হলো ৩ রান যোগ করতে গিয়ে শেষ ৫টি উইকেট হারিয়েছে স্বাগতিক শিবির। প্রথম ইনিংসে ১১২ রানের লিডটা রীতিমতো ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে লিডটা দাঁড়িয়েছে ৩১২ রানে। হাতে অক্ষত আছে আরো ২ উইকেট। তন্মধ্যে উইকেটে এখনো দাঁড়িয়ে আছেন রোশেন। লঙ্কানরা বাংলাদেশকে লক্ষ্যমাত্রা কত দিতে পারে সেটাই আজ দেখার।

তবে যা রান হয়েছে জয়ের জন্য এটাকেই যথেষ্ট মনে করছেন রোশেন। বলেছেন, ‘আমার মনে হয় না, এই উইকেটে ৩০০ রান করা সম্ভব। যথেষ্ট রান হয়ে গেছে আমাদের। বাংলাদেশের ব্যাটসম্যানরাও জানে এই উইকেটে কাজটা কঠিন। আমাদের স্পিন আক্রমণ তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ। হেরাথের চারশর বেশি টেস্ট উইকেট আছে, দিলরুয়ান পেরেরার প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেট আছে। আমরা ম্যাচ জয়ের জন্য খুব ভালে অবস্থানেই আছি।’

নিজেদের সংগ্রহটা আরো দূরে নেওয়াই আপাতত লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন রোশন। ক্রিকেটীয় অনিশ্চয়তা ও সৌন্দর্য্য বলে যে একটা কথা আছে সেটা মাথায় রেখেই কাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ক্রিকেটে অভাবনীয় অনেক কিছুই হয়। ওদেরকে ১০০ রানে (১১০) রানে গুটিয়ে দেওয়ার পর আমাদের প্রথম চাওয়া ছিল ৩০০ রানের লক্ষ্য দেওয়া। সেটা আমরা পেরেছি। কাল (আজ) সকালে চেষ্টা করব আরো রান করে লক্ষ্য আরো বাড়িয়ে নিতে।’

তবে বাংলাদেশের জন্য আশার খবর চতুর্ত ইনিংসে ব্যাট করে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ৪১৩ রান করেছিল বাংলাদেশ। সেদিনও অবশ্য মিরপুরে হার এড়ানো যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist