ক্রীড়া প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৮

চট্টগ্রাম টেস্টে দর্শক সাকিব

প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলের জোয়ালটা পড়েছিল সাকিব আল হাসানের কাঁধে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেওয়ার আগেই ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কালকের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের চোট প্রথম টেস্টের জন্য দর্শক বানিয়ে দিয়েছে সাকিবকে। দ্বিতীয় টেস্টেও তিনি ফিরতে পারবেন কি না সেটা নিয়েও রয়েছে সংশয়।

৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে আসা বলটা থামাতে গিয়ে পড়ে যান সাকিব। চোটটা যে গুরুতর সেটা বোঝা যাচ্ছিল তখনই। শঙ্কাটা যে বাস্তবে পরিণত হতে যাচ্ছে, সেটা তখনই বুঝে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘তখনই বুঝতে পারছিলাম সাকিব ব্যাটিং করতে পারবে না। সাকিবের চোটটা গুরুতরই ছিল।’

মাশরাফি ঠিকই বলেছেন। আর তা নাহলে কি তাকে সরাসরি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়! তার পরিবর্তিত হিসেবে নাসির হোসেন মাঠে নামলেও ব্যাটিংয়ে বাংলাদেশ হয়ে যায় ১০ জনের দল। শিরোপা লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার শূন্যতা হাড়ে হাড়েই টের পেয়েছে দল। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পাওয়া সাকিব ফিরেছেন ম্যাচ শেষেই। তবে হাতে ব্যান্ডেজ বেঁধে। তার চোখে-মুখে হতাশার ছাপটা স্পষ্টই ফুটে উঠছিল। কারণ ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। মাঠ ছাড়ার আগে ৫ ওভারে উইকেটশূন্য থাকা সাকিব মিতব্যয়ী ছিলেন। খরচ করেছেন মাত্র কুড়ি রান।

৩১ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা মাহমুদউল্লাহ রিয়াদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist