সফিউল্লাহ লিটন

  ২৩ মার্চ, ২০২৪

স্বাধীনতার মান

একাত্তরের পঁচিশে মার্চ

ভয়াল কালরাত

হায়েনারা ঝাঁপিয়ে পড়ে

ফোটায় বিষের দাঁত।

গর্জে উঠে বীর বাঙালি

যুদ্ধ হলো শুরু

অকাতরে জীবন দিল

কিশোর-যুবক-বুড়ো।

নয়টি মাসের যুদ্ধ শেষে

স্বাধীন হলো দেশ

লাল সবুজের পতাকা তাই

উড়ছে দেখ বেশ।

দোয়েল-শ্যামা গান গেয়ে যায়

সবুজ বনের ধারে

বিজয় বীণা প্রাণের মাঝে

বাজে বারে বারে।

দেশের জন্য কত জনের

ঝরল তাজা প্রাণ

রাখব তাই তো জীবন দিয়ে

স্বাধীনতার মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close