গাজী আরিফ মান্নান

  ১৪ মে, ২০২২

মামার বাড়ি যাব

মামার বাড়ি যাব আমি

মামার বাড়ি যাব,

সেথায় গেলে মামা-মামির

অনেক আদর পাব।

মামার বাড়ি এখান থেকে

হাজার কিলো দূরে,

আঁকাবাঁকা লাইন ধরে ট্রেন

চলে কু-ঝিক সুরে।

আম-কাঁঠালের গাছের সারি

দোল খেলে যায় প্রাণে,

অনেক সুন্দর গ্রামখানি তাই

আমায় শুধু টানে।

সাঁতার কাটতে নেমে পড়ি

অথৈ গভীর জলে,

খেলব আমি সবার সঙ্গে

ছুটব দলে দলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close