সফিউল্লাহ আনসারী

  ১১ সেপ্টেম্বর, ২০২১

জাগবে বসুন্ধরা

লিখতে হলে শিখতে হবে

পড়তে হবে বই,

কাব্য লেখায় নাব্যতা চাই

থাকবে তো হইচই!

বল খেলাতেও ছন্দ থাকে

সুরের থাকে তাল,

রাত কাটালেও ঘুমের ঘোরে

জাগতে হবে কাল!

শব্দচয়ন সঠিক হলেই

লাগবে ভালো ছড়া,

ছড়ার আলো সুর ছড়িয়ে

জাগবে বসুন্ধরা!

ছড়ায় ছড়াক মিষ্টি কথায়

আতর মাখা ঘ্রাণ,

কবির লেখা ছবির মতন

জাগায় সকল প্রাণ!

লিখতে হলে পড়তে হবে

থাকতে হবে গতি,

উড়ে যেমন ফুলের বনে

রঙিন প্রজাপতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close