শরিফুল ইসলাম

  ০৭ মার্চ, ২০২০

মুজিবের ভাষণ

আসছে মুজিব-

বীর বাঙালির স্বপ্ন বহন করে,

বুকের গহিন স্পর্ধা ফলক ধরে।

স্বপ্নগুলোর ঘুম ভাঙানোর লাগি

তন্দ্রা ঘুমের দিন করিবেই শেষ-

স্বপ্ন আমরা দেখব এখন জাগি।

আসছে মুজিব-

ধূসর রঙের সে পাঞ্জাবিটা পরে,

বঙ্গভূমির ভিত্তি দিতেই গড়ে।

তোমার ঝুলিত স্বর্ণ রৌপ্য নাই

তাই কী হয়েছে যা আছে চলবে তাতে-

রুদ্ধ করব যুদ্ধ হবেই ভাই।

আসল মুজিব-

বলল এসব বলল অমর বাণী,

ভাষণ দিলেন মুক্ত হবেই রানি।

বাংলা আমার রক্ষা করতে হবে

রক্ত দিয়েছি রক্ত আরো দিবÑ

তবু বঙ্গ নামে মা থাকিবে ভবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close