শচীন্দ্র নাথ গাইন

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

বই কেনা

জ্ঞানের কথা বইয়ের পাতায়

অনেক থাকে লেখা,

যত বেশি পড়বে তা সব

ততই যাবে শেখা।

হাতের মুঠোয় বিশ্ব আসে

থাকলে কাছে বই,

বই চিরকাল ওপর উঠার

সত্যিকারের মই।

দুঃখ-ব্যথা ভোলাতে তার

গুণ-ক্ষমতা কত,

বই সকলের প্রিয় বন্ধু

ঠিক স্বজনের মতো।

বইয়ের মাঝে নিত্য ঘটে

নতুন জানাচেনা,

নেই লোকসান খরচ করে

বই যদি হয় কেনা।

বইয়ে দেখায় সত্য-সুপথ

হয় যদি তা ভালো,

মনের মাঝে বইয়ে জ্বালায়

ঘোর আঁধারেও আলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close