আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৭

ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল কংগ্রেসে উত্থাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত স্বাস্থ্যসেবা বিলের খসড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপন করা হয়েছে। খবর বিবিসি।

বিলটির মাধ্যমে মাধ্যমে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্বাস্থ্যসেবা-বিষয়ক যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। সোমবার রাতে ক্ষমতাসীন রিপাবলিকানরা এ বিলটি প্রকাশ করে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ান বলেন, ‘ওবামা কেয়ারের কারণে আমেরিকার লাখ লাখ মানুষ যে কষ্ট ভোগ করছিলেন, নতুন এ বিলটি কার্যকর হলে তাদের কষ্ট কমবে এবং শান্তি ফিরে আসবে।’

নতুন হেলথ কেয়ার বিলকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইজ বলেন, ‘স্বাস্থ্য বিষয়ে আমেরিকানদের দুঃস্বপ্নের দিন বুঝি ফুরিয়ে এলো’। তবে বিলটি এখনো ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’ পর্যায়ে আছে।

আইনি বাধায় পড়ছে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও আইনি বাধার মুখে পড়তে যাচ্ছে। সোমবার ছয় মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

এ আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ডেমোক্রেটিক দলের নেতারা। খবর বিবিসির।

ট্রাম্পের নতুন আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে সাংবিধানিকভাবে লড়াই চালানোর ঘোষণা দেয় অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সংগঠনটির অভিবাসী অধিকার বিষয়ক প্রজেক্টের পরিচালক ওমর জাদওয়াত একে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ উল্লেখ করে বলেন, ‘ট্রাম্প প্রশাসন আগের নিষেধাজ্ঞা থেকে অনেক সরে এলেও এখনো এটা মুসলিম নিষেধাজ্ঞাÑযা মার্কিন আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’ আমেরিকান-আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে। নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর কনসটিটিউশনাল রাইটসের অ্যাটর্নি নূর জাফর বলেন, ‘এ নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। আমার মতে, এটা এদেশ থেকে মুসলিমদের তাড়ানোর একটা কৌশল। এর বিরুদ্ধে আইনি লড়াই চালানো জরুরি।’

ট্রাম্পের মুসলিম অভিবাসীবিরোধী আগের নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতের আদেশে সেই নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist