আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল, ২০২০

পিপিই সংকট, হুমকিতে চিকিৎসকদের জীবন

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য জরুরি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) তীব্র ঘাটতির কারণে চিকিৎসকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এমন আশঙ্কা জানিয়ে ব্রিটেনের চিকিৎসকদের সংগঠন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিএমএ বলছে, তাদের সংগঠনের অনেক চিকিৎসক; যারা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তারা এখনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাননি। এর ফলে চিকিৎসদের জীবন হুমকির মুখে পড়েছে।

এর আগে, গত শুক্রবার ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ব্রিটেনে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে কিট রয়েছে। এছাড়া কিট ও সুরক্ষা সামগ্রীর ঘাটতি মোকাবিলায় সরকারের নেওয়া একটি পরিকল্পনা প্রকাশ করেন তিনি। গত বৃহস্পতিবার ব্রিটেনে করোনায় এক দিনে সর্বোচ্চ ৯৮০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮ হাজার ৯৫৮ এবং আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৭৫৮ জন। তবে দেশটিতে মৃত্যুর এই সংখ্যা আরো অনেক বেশি হবে বলে দাবি করেছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, যারা করোনায় আক্রান্ত হয়ে বাসা-বাড়িতে কিংবা হোম কেয়ারে মারা যাচ্ছেন, তাদের সরকারি হিসাবে ধরা হচ্ছে না।

দেশটিতে প্রতিদিন করোনায় মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও ইংল্যান্ডের উপ-প্রধান মেডিকেল কর্মকর্তা জোনাথন ভ্যান-ট্যাম সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা সবচেয়ে খারাপ সময়ে পৌঁছেছি; এটা এখনই বলা সম্ভব নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close