আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

জামিয়ার লাইব্রেরিতে আসলে কী হয়েছিল?

গত বছরের ১৫ ডিসেম্বর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ চলাকালে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশি বর্বরতার অভিযোগ উঠেছিল। দাঙ্গা মোকাবিলার সময় ব্যবহৃত ‘রায়ট গিয়ার’ পরে ও মুখে রুমাল বেঁধে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করে পুলিশ। এরপর বেধড়ক লাঠিচার্জ চলে।

ওই ঘটনার একটি ভিডিও গত

শনিবার ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায় লাইব্রেরির ভেতরে অনেকে গোল হয়ে বসে আছেন। বই পড়ছেন কেউ কেউ। ঠিক এমন মুহূর্তে লাইব্রেরিতে ঢুকল পুলিশ। কেউ টেবিলের নিচে আবার কেউ আশ্রয় নিলেন দেয়ালে সেঁটে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। কখনো মাথায় তো কখনো পিঠে এসে পড়ল লাঠির আঘাত। হাত তুলে মাথা বাঁচাতে গেলে সেই হাতেই এসে পড়ল এলোপাতাড়ি লাঠির ঘা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত জামিয়া

কো-অর্ডিনেশন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করে। ওই ভিডিওটে ভাইরাল হওয়ার পর ভারতীয় একটি গণমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে আগের ঘটনার অনেকটা বিপরীত এক চিত্রের ইঙ্গিত দেওয়া হচ্ছে। দাবি করা হচ্ছে, জামিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার আগে প্ররোচনা দেওয়া হয়েছিল পুলিশকে। শিক্ষার্থীদের নয়, দুষ্কৃতকারী ধরতেই ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল পুলিশ।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায়, পুলিশ জামিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করার আগে বিশ্ববিদ্যালয় চত্বরে পাথর হাতে কয়েকজন ঘোরাফেরা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close