আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

ভেনিজুয়েলার সতর্কবার্তা

আমরা আত্মরক্ষার্থে প্রস্তুত পাল্টা জবাব দেওয়া হবে

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ এরিয়াজা বলেছেন, যেকোনো আগ্রাসনের মোকাবিলায় আত্মরক্ষার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে এবং শত্রুর যেকোনো আঘাতের জবাব দেওয়া হবে। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভেনিজুয়েলার পবিত্র ভূমিকে

অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা পাল্টা

জবাব দেব। তবে আমরা আশা করছি এ ধরনের পরিস্থিতি কখনো সৃষ্টি হবে না।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে শীতল যুদ্ধকালীন একটি সামরিক চুক্তিকে ভেনিজুয়েলার বিরুদ্ধে কাজে লাগানোর ইঙ্গিত দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে শীতল যুদ্ধকালীন সামরিক চুক্তি ‘টিআইএআর’ এ স্বাক্ষরকারী দেশগুলোকে ভেনিজুয়েলার সরকারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পম্পেওর ওই

বক্তব্যের পর ভেনিজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা করছেন কেউ কেউ।

ভেনিজুয়েলা এর আগে ‘টিআইএআর’-কে ঔপনিবেশিক চুক্তি হিসেবে অভিহিত করেছে। শীতল যুদ্ধের সময় লাতিন আমেরিকার

দেশগুলোতে মার্কিন সামরিক হস্তক্ষেপকে বৈধতা দিতে ওই

চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে লাতিন আমেরিকার ১০টি দেশ স্বাক্ষর করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close