প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০২৪

ভারতে লোকসভা ভোট শুরু কাল

এবার ৪০০ আসনে জিততে চান মোদি

বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে লোকসভা নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে আগেই। দেশজুড়ে এবার ৭ ধাপে হতে যাওয়া নির্বাচনের প্রথম ধাপের ভোটাভুটি হবে আগামীকাল শুক্রবার। এবার তৃতীয় মেয়াদে ক্ষমতাপ্রত্যাশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার লক্ষ্য কিছুটা ভিন্ন ও উচ্চাভিলাষী। নতুন লোকসভায় ৪০০ আসনে জিততে চান মোদি। রেকর্ড ভাঙতে চান কংগ্রেসের। খবর আলজাজিরার।

চলতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে নেমে প্রথম দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোগান তোলেন, ‘আবকি বার ৪০০ পার।’ অর্থাৎ এবার লোকসভায় ৪০০ আসনে জিতে ক্যারিশমা দেখাতে চান মোদি। লোকসভায় আসন সংখ্যা ৫৪৩। তার মধ্যে মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাদীন ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) চাচ্ছে ৪০০ আসন ছাড়িয়ে যাবে।

মোদির আশা, শুধু বিজেপি এবার ৩৭০ আসন জিতে নেবে। স্বাধীন ভারতে বিগত ৭৭ বছরের ইতিহাসে একবার মাত্র একটি দল ৪০০ আসন জিতে ক্ষমতায় গেছে। আর সেটি হচ্ছে বর্তমান বিরোধীদল কংগ্রেস। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর ১৯৮৪ সালের নির্বাচনে কংগ্রেস ৪০০টির বেশি আসন জিতেছে। তৃতীয় মেয়াদে ক্ষমতাপ্রত্যাশী মোদি চাচ্ছেন, কংগ্রেসের সেই রেকর্ড ছাপিয়ে যেতে। যদিও বিশ্লেষকরা বলছেন, মোদির এ লক্ষ্যে পৌঁছানো অর্থাৎ সফলতা অর্জন শুধু দল হিসেবে বিজেপির নয়, জোটের মানদ-েও উচ্চাভিলাষী। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির সাফল্য নির্ভর করছে দেশের একটি উল্লেখযোগ্য অংশ; বিশেষ করে দক্ষিণাঞ্চলের ওপর, যা এখন পর্যন্ত অনেকাংশে দুর্ভেদ্য রয়ে গেছে মোদি বা তার দলের। যদিও রাজ্যগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ।

দেশের জনসংখ্যার প্রায় ২০ শতাংশের বাড়ি দক্ষিণের পাঁচ রাজ্য- তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানায়। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এবং লাক্ষাদ্বীপও দক্ষিণে। হিন্দু সংখ্যাগরিষ্ঠতা হিসেবে মোদির সুযোগ সত্ত্বেও বিগত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণের পাঁচ রাজ্যে বিজেপি ১৩১ আসনের মধ্যে মাত্র ৩০টিতে জিতেছে। আর এ ৩০ আসনের বেশিরভাগই জিতেছে কর্ণাটক থেকে।

২০১৯ সালের নির্বাচনে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি ফাঁকা ছিল। অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি ও লাক্ষাদ্বীপে উল্টো আসন হারিয়েছে দলটি। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, এবারও তার পুনরাবৃত্তি অনিবার্য। গত লোকসভায় বিজেপি ৫৪৩ আসনের মধ্যে যে ৩০৩ আসন জিতেছে, তার প্রায় বেশিরভাগই উত্তরের রাজ্যগুলোয়, যা বিজেপির ঐতিহ্যবাহী দুর্গ হিসেবেই পরিচিত।

এ বিষয়ে নয়াদিল্লিভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর পলিসি অ্যানালাইসিসের (সিপিএ) চেয়ারম্যান রাজনৈতিক বিশ্লেষক মোহন গুরুস্বামী বলেন, অন্ধ্রপ্রদেশ এবং অন্যান্য দক্ষিণি রাজ্যে বিজেপি খুবই অজনপ্রিয়। আসলে যে কেউ বিজেপির সঙ্গে জোট করলে এ অঞ্চলে তারা খারাপ করবে।

ভারতের আরেক অর্থনীতিবিদ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরকাল প্রভাকর বলেন, আসন্ন নির্বাচনে একটি ‘উত্তর-দক্ষিণ বিভাজন’ প্রতিফলিত হবে। তাতে মোদির সাফল্য নির্ভর করবে দক্ষিণের ওপর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close