মো. রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর)

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

আখেরি মোনাজাত আজ তুরাগমুখী ঢল

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে রাজধানীর কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শূরা সদস্য মাওলানা যোবায়ের মোনাজাত পরিচালনা করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরের দিকে যাচ্ছেন লাখো মুসল্লি। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানিয়েছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমায় এখন পর্যন্ত বার্ধক্যসহ বিভিন্ন রোগে ১০ জন্য মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া ইজতেমার নিরাপত্তার দায়িত্ব পালনরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত ও আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরদিকে, বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার রেওয়াজ অনুযায়ী বাদ আসর যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলমা জানান, আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রণ করা হবে। ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে আসা যানবাহন ভোগড়া বাইপাস এলাকায়, সিলেট রুটের যানবাহন মিরেরবাজার এবং সাভার ও আশুলিয়া থেকে আসা গাড়িগুলো কামারপাড়া ব্রিজের আগেই নিয়ন্ত্রণ করা হবে।

আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার থেকেই বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নিতে থাকেন। মূল মাঠে জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে পাটি ও চাটাই বিছিয়ে অবস্থান নেন তারা। আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়িতেও অবস্থান নেন অনেকে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় তারা নিজ উদ্যোগে পর্দায় ঘেরা বিভিন্ন স্থানে বসার জায়গা বানিয়ে অবস্থান করছেন। ইজতেমায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

শনিবার ভোর থেকে লাখো মুসল্লি জিকির-আজকার, ইবাদত-বন্দেগি ও হেদায়াতি বয়ান শুনে পার করেন। বাদ ফজর বয়ান করেন মুম্বাইয়ের মাওলানা আবদুর রহমান হাফি.। বাদ জোহর মাওলানা ইসমাইল হাফি. (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি., বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হাফি. বয়ান করেন। মাওলানা ইব্রাহিম দেওলা হাফি. মুসল্লিদের তাবলিগের কাজে বের হওয়ার আহ্বান জানান। পরে ইচ্ছুকদের তাশকিলের কামরায় জড়ো করা হয়। এখান থেকেই আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা তাবলিগের কাজে বের হবেন।

রবিবার বয়ান করবেন যারা : রবিবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক হেদায়াতি তথা দিকনির্দেশনামূলক বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহত করবেন। এর পর আখেরি মোনাজাত হবে।

ইজতেমায় পানির সংকট : ইজতেমার মাঠে শনিবার জোহরের নামাজের পর কয়েকটি চৌবাচ্চায় পানির সংকট দেখা দেয় বলে অভিযোগ করেছে ইজতেমায় আগত মুসল্লিরা। ইব্রাহিম মিয়া নামে এক মুসল্লি বলেন, সকাল সাড়ে ৮টা থেকেই পানি সংকট দেখা দেয়। পানিতে ময়লা ভাসছে বলেও অভিযোগ তার। মুসল্লি মো. নজরুল ইসলাম বলেন, বেলা ১১টার পর থেকে চৌবাচ্চায় পানি ছিল না। ময়লা পানি দিয়েই অজু করতে হয়েছে। পানির জন্য রান্নাবান্নার কাজে সমস্যা হচ্ছে।

এদিকে, মহাসড়ক ও বিভিন্ন রাস্তায় এক বদনা পানি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং এক লিটারের পানির বোতল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। এছাড়া পেপার কিনতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে। টঙ্গী স্টেশন রোড ও কামারপাড়া রোডের মাথায় শত শত মানুষকে পানি বিক্রি করতে দেখা গেছে।

ময়দানে নেই মোবাইল নেটওয়ার্ক : ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় অধিকাংশ সময় পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক। কলড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। এছাড়া সংবাদকর্মীরাও তথ্য আদান-প্রদানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

নিম্নমানের খাবার বিক্রি : তুরাগতীরে ইজতেমাকে কেন্দ্র করে বসেছে মৌসুমি হোটেল-রেস্টুরেন্ট। এসব হোটেল-রেস্টুরেন্টে বিক্রিও হচ্ছে ভালো। তবে মান নিয়ে প্রশ্ন তুলেছেন মুসল্লিরা। বিভিন্ন খাবার হোটেল পরিদর্শন করে দেখা যায়, পুরোনো তেল দিয়ে ভাজা হচ্ছে পরোটা ও ডিম। এছাড়াও খোলামেলা রাখা হয়েছে ভাত তরকারি। সেখানে প্রতিনিয়তই মশা মাছি ও ধুলাবালি পড়ছে।

মুসল্লির মৃত্যু : ইজতেমায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসানুজ্জামান নামে এক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার সঙ্গে থাকা আমির হামজা নামে আরেক পুলিশ কনস্টেবল আহত হন। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসার পথে পূবাইল মীরেরবাজার এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনুস মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়। শনিবার রাত ও দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)সহ আরো দুই মুসল্লির মৃত্যু হয়।

বিদেশি অতিথি : শ?নিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দে?শের মুস?ল্লি এ?সে?ছেন ২ হাজার ৩০৪ জন। এর ম?ধ্যে উর্দু খিত্তায় আগত বি?দে?শি মুস?ল্লি ৭৫০ জন। ইংলিশ খিত্তায় ৭৭৬ জন। আরব খিত্তায় ২৪২ জন। বাংলা খিত্তায় ৫৩৬ জন।

বিশেষ ট্রেন : মুসল্লিদের চলাচলের সুবিধার্থে বেশকিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাত হবে ৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ১১ ফেব্রুয়ারি। রেলওয়ে দুই দিন (৪ ও ১১ ফেব্রুয়ারি) ঢাকা থেকে টঙ্গীর মধ্যে পাঁচ জোড়া ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। এ ছাড়া টঙ্গী-ময়মনসিংহ ও টঙ্গী-টাঙ্গাইলের মধ্যে একটি করে বিশেষ ট্রেন চলানো হবে। টঙ্গী ও ঈশ্বরদীর মধ্যে চালানো হবে দুটি বিশেষ ট্রেন।

যৌতুকবিহীন বিয়ে : প্রতিবারের মতো এবারও বিশ্ব ইজতেমার ময়দানে ৭২ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ে কার্যক্রম সম্পূর্ণ করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।

গ্রেপ্তার : ইজতেমা ময়দানে এলোমেলোভাবে দোকান বসিয়ে যানজট সৃষ্টির অভিযোগে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৫ হকারকে আটক করে।

উল্লেখ্য, আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ৫৭ তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close