টাঙ্গাইল প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা

জামায়াত শিবিরের ৩৬ জন আটক

বঙ্গবন্ধু সেতুতে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় লিখিত বক্তব্যে জানান, গত মঙ্গলবার বনভোজনের নামে তারা যমুনা নদীতে নাশকতার পরিকল্পনা করছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলা জামায়াতের আমির গোলাম মোস্তফা রঞ্জুসহ তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলার জামায়াত-শিবিরের ৩৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছে বিভিন্ন ধরনের জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে একজন গোপালপুর উপজেলা জামায়াতের আমিরসহ কয়েকজনের নামে পূর্ব থেকেই বিভিন্ন থানায় নাশকতার মামলা ছিল বলে জানান তিনি।

তিনি আরো জানান, আটককৃত জামায়াত-শিবিরের লোকজন দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের আগে তারা বনভোজনের নামে সেতু এলাকা পর্যবেক্ষণ করছিল। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close